এই মাত্র এই মাত্র পাওয়া খেলাধুলা বাংলাদেশ

আজ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের পর্দা উঠছে আগামী ২১ জানুয়ারি। তার আগে আজ সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুর ১২ টায় শুরু হবে প্লেয়ার্স ড্রাফট।

অটোচয়েজে একজন করে দেশি এবং তিনজন করে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। যদিও এ সুযোগ কাজে লাগিয়েছে কেবল খুলনা এবং সিলেটের ফ্রাঞ্চাইজি। তারা তিনজন করে বিদেশি খেলোয়াড় দলে ভিড়িয়েছে।

এছাড়া আজকের ড্রাফট থেকে বাকি স্কোয়াড গড়ার সুযোগ পাবে এবারের আসরে অংশগ্রহণকারী ৬টি ফ্রাঞ্চাইজি।

জানা গেছে, ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে দলগুলো। এছাড়া স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জন ক্রিকেটার।

এদিকে, অনানুষ্ঠানিক খবরে জানা গেছে, ঢাকার হয়ে খেলবেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া আগেই সিলেটে তাসকিন আহমেদ, বরিশালে সাকিব আল হাসান, কুমিল্লায় মুস্তাফিজুর রহমান ও খুলনায় মুশফিকুর রহিম, চট্টগ্রামে নাসুম আহমেদ।

ড্রাফটের আগে দলগুলোর অবস্থা

বরিশাল: দেশি -সাকিব আল হাসান। বিদেশি -মুজিব উর রহমান (আফগানিস্তান) ও দানুস্কা গুনাথিলাকা (শ্রীলঙ্কা)
চট্টগ্রাম: দেশি -নাসুম আহমেদ। বিদেশি – বেনি হাওয়েল (ইংল্যান্ড)
কুমিল্লা: দেশি -মুস্তাফিজুর রহমান। বিদেশি – এখনও কাউকে নেওয়া হয়নি।
ঢাকা: দেশি – মাহমুদউল্লাহ রিয়াদ। বিদেশি – নেই
সিলেট: দেশি – তাসকিন আহমেদ। বিদেশি – দীনেশ চান্ডিমাল (শ্রীলঙ্কা), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ)।

Related posts

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে সময় লাগবে: কাদের

razzak

পরিস্থিতি বুঝে আবার ‘কঠোর লকডাউন’ : ওবায়দুল কাদের

razzak

রোহিঙ্গা প্রত্যাবর্তনে বাংলাদেশকে সহায়তার আগ্রহ অস্ট্রেলিয়ার

razzak

Leave a Comment

Translate »