এই মাত্র এই মাত্র পাওয়া কোভিড ১৯

সাড়ে ৯ লাখ টিকা উপহার দিচ্ছে অস্ট্রিয়া

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশকে ৯ লাখ ৫৬ হাজার ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে অস্ট্রিয়া। ভিয়েনায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল মুহিতের কাছে প্রতীকীভাবে ওই টিকা হস্তান্তর করা হয়।

আগামী ২৯ ডিসেম্বর অস্ট্রিয়ার এ টিকা বাংলাদেশে পৌঁছাবে। সোমবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রিয়ার কেন্দ্রীয় সরকারের ইউরোপ ও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দেখভালের দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল অ্যাম্বাসেডর পিটার লনস্কি-টিফেনথাল এই টিকা হস্তান্তর করেন।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উপলক্ষে অস্ট্রিয়া সরকার দুটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছে।

করোনার টিকা হস্তান্তর অনুষ্ঠানের পূর্বে ওই ডাকটিকিট অবমুক্ত করা হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ঢাকা থেকে ভার্চ্যুয়ালি ওই অনুষ্ঠানে যোগ দেন।

Related posts

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী আজ

razzak

৩৭ বছরে দ্রব্যমূল্য এত বাড়েনি আয়ারল্যান্ডে

razzak

ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ বেড়েছে

Irani Biswash

Leave a Comment

Translate »