আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া প্রবাস কথা

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভিয়েনায় দু’টি স্মারক ডাকটিকিট উন্মোচন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভিয়েনায় Österreichische Post (Austrian Post) কর্তৃক প্রকাশিত দু’টি স্মারক ডাকটিকেট উন্মোচন করা হয়েছে।

সোমবার অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল পিটার লনস্কি-টিফেন্থাল এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন যৌথভাবে ভিয়েনা ও ঢাকা থেকে একসাথে ডাকটিকেট দু’টি উন্মোচন করেন। ডাকটিকেট উন্মোচনকালে সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থাল বলেন, ইউরোপীয় দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া প্রথম যারা স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
অনুষ্ঠানে অস্ট্রিয়া কর্তৃক বাংলাদেশকে উপহার হিসেবে প্রদানকৃত ৯,৫৬,৫৫০ ডোজ AstraZeneca ভ্যাকসিন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশের পক্ষে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল লনস্কি-টিফেন্থালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনগুলো গ্রহণ করেন।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এই ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন। আগামীকাল (২৯ ডিসেম্বর) ভ্যাকসিনগুলো ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

আলোচনাকালে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা অংশীদারিত্ব, বাণিজ্য ও বিনিয়োগ, এলডিসি গ্র্যাজুয়েশন, বিমান যোগাযোগ, অভিবাসন, বহুপাক্ষিক সহযোগিতা, পরমাণু নিরস্ত্রীকরণসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানো এবং চলমান মহামারি মোকাবেলায় একসঙ্গে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

দুই পররাষ্ট্র সচিব ২০২২ সালে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী যৌথভাবে উদযাপনের বিষয়েও আলোচনা করেন।

Related posts

ইস্তাম্বুল শহরে বিক্ষোভ মিছিল প্রতিবাদ

razzak

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-রাশিয়ার উত্তপ্ত বাক্যবিনিময়

razzak

একদিনে ২৭০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

razzak

Leave a Comment

Translate »