আন্তর্জাতিক এই মাত্র ব্রেকিং

কানাডায় এ বছর ৩২ জনকে গুলি করে হত্যা করেছে পুলিশ

কানাডায় এ বছর ৬৪ জনকে গুলি করেছে পুলিশ, এর মধ্যে মারা গেছেন ৩২ জন।

দেশটির সংবাদমাধ্যম কানাডিয়ান প্রেস সোমবার এ প্রতিবেদন প্রকাশ করেছে। এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ১১ মাসের পরিসংখ্যান এ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। খবর আনাদোলুর।

আলবের্টা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিদ্যা বিভাগের অধ্যাপক টেমিটপ অরিয়লা বলেন, আমি পুলিশের এই নির্মম আচরণে গভীর উদ্বিগ্ন।

অধ্যাপক টেমিটপ অরিয়লা আলবের্টা প্রদেশিক পুলিশের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি পুলিশের এ আচরণবিধির পরিবর্তন চান।

২০২০ সালে ৬০ জনকে গুলি করেছে পুলিশ, এদের মধ্যে ৩৬ জন প্রাণ হারান। ২০২০ সালে পুলিশের গুলিতে এক বছরের এক শিশুও নিহত হয়েছিল।

গত বছরের ডিসেম্বরে অন্টারিও প্রদেশে একটি গাড়ি থামাতে গুলি চালালে এর ভেতর গুলিবিদ্ধ হয়ে শিশুটি নিহত হয়।

গত দুই বছর যাদের গুলি করে হত্যা করেছে পুলিশ, তাদের বেশিরভাগই তরুণ, অর্ধেকই উপজাতি এবং ১৭ শতাংশ কৃষ্ণাঙ্গ।

৮১ শতাংশ পুলিশের গুলির ঘটনার পেছনে ছিল অস্ত্রধারীদের হামলা প্রতিহত করার প্রচেষ্টা। এর মধ্যে ছুরি হামলা ৫২ শতাংশ এবং বন্দুক হামলা ৩১ শতাংশ।

Related posts

পদত্যাগ করলেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি

razzak

বঙ্গবন্ধু দেশ ও দেশের মানুষের জন্য সারাজীবন উৎসর্গ করেছেন: চীনের প্রেসিডেন্ট

Mims 24 : Powered by information

তীব্র ক্ষুধার মুখে ৪ কোটি মানুষ: জাতিসংঘ

razzak

Leave a Comment

Translate »