এই মাত্র এই মাত্র পাওয়া জীবনধারা বাংলাদেশ

বঙ্গোপসাগরে ভাসতে থাকা ৭ জেলেকে জীবিত উদ্ধার

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট থেকে ৭ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ২১ ডিসেম্বর এফভি মায়ের দোয়া সালমা নামক একটি ফিশিং বোট কক্সবাজার থেকে ৭ জন জেলে নিয়ে সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করে। পরবর্তীতে গত ২৬ ডিসেম্বর রাত ১০টায় বঙ্গোপসাগরের সোনাদিয়া থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল পশ্চিমে বোটটির ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকে।

পরে গত ২৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ভাসমান বোটটি নেটওয়ার্কের মধ্যে আসলে বোটের মাঝিরা কোস্ট গার্ড এর সাথে যোগাযোগ স্থাপন করে সহায়তা চাইলে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ফিশিং বোটটিসহ ৭ জেলেকে জীবিত উদ্ধার করে।

উদ্ধারকৃত জেলেদের বিসিজি স্টেশন কক্সবাজারে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়।

খন্দকার মুনিফ তকি আরও বলেন, পরবর্তীতে উদ্ধারকৃত জেলে এবং ফিশিং বোটটি মালিকপক্ষের কাছে হস্তাস্তর করা হয়েছে।

Related posts

মানচিত্র ও স্থানের বিবরণ তথ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারত

Mims 24 : Powered by information

গোপালগঞ্জে মতুয়াস্নানোৎসব

Irani Biswash

ভারতে বাড়ছে ওমিক্রন আতঙ্ক, জরুরি বৈঠকে মোদি

razzak

Leave a Comment

Translate »