বাংলায় বক্তব্য দিয়ে অতিথিদের মন কেড়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল-দুহাইলান। বৃহস্পতিবার রাতে রাজধানীর বারিধারায় নবনির্মিত সৌদি চ্যান্সরি কমপ্লেক্সে এক রিসিপশনে রাষ্ট্রদূত বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে অভ্যাগত অতিথিরা করতালি দিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্কের ৪৫ বছর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য ওই অনুষ্ঠানের আয়োজন করে সৌদি দূতাবাস। সেখানে প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এবং প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। দেশি-বিদেশি কূটনীতিক এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন। অভ্যাগত অতিথিদের উপস্থিতিতে দেয়া স্বাগত বক্তব্যটি রাষ্ট্রদূত ইংরেজিতেই শুরু এবং শেষ করেন।
তবে বক্তৃতার এক পর্যায়ে তিনি বাংলায় বলেন, “সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের মাধ্যমে সকল বাংলাদেশিকে জানাতে চাই, আমি বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে ভালোবাসি। সৌদি রাষ্ট্রদূত হিসেবে আমি আপনাদের কল্যাণে সর্বদা কাজ করবো ইনশাআল্লাহ।” স্পষ্ট উচ্চারণে সৌদি দূতের মুখে বাংলা শোনার পর অতিথিরা উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সার্বিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা জানান। ঢাকায় তার দায়িত্ব পালনকালে সৌদি আরবের ভিশন-২০৩০ এবং বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং তিনি উভয়ে স্বার্থ নিশ্চিতে কাজ করে যাবেন বলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতি এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যেও বাংলাদেশ এবং সৌদি আরবের মধ্যকার শক্তিশালী সম্পর্ক মুসলিম দুনিয়ায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাবে বলে উল্লেখ করেন।
previous post