এই মাত্র জাতীয় ব্রেকিং

বিদায়ী বছরে রেমিট্যান্সের নতুন রেকর্ড

বিদায়ী ২০২১ সালে দেশের ইতিহাসে একক বছরে সর্বোচ্চ রে‌মিট্যান্সের রেকর্ড হয়েছে। সদ্য সমাপ্ত বছরটিতে বৈধ উপায়ে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ২ হাজার ২০৭ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কো‌টি টাকার বেশি। তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে প্রায় ২১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত মাসে (ডিসেম্বর) দেশে ১৬৪ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে।

এর আগে ২০২০ সালে একবছরে সর্বোচ্চ রে‌মিট্যান্স এসেছিল ২ হাজার ১৭৪ কোটি ডলার।

এদিকে, চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ২৭০ কোটি ডলার বা ২০ দশমিক ৯১ শতাংশ। এ সময়ে এবার এক হাজার ২৩ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রেমিট্যান্স বাড়াতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা দেয় সরকার। রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় তবে নতুন বছর থেকে এটি আরও বাড়ানো হয়েছে।

খাত সংশ্লিষ্টদের মতে, করোনাকালে দেশে রেমিট্যান্সের পরিমাণ বেশি আসার কারণ হলো অনেকে অনিশ্চয়তা থেকে জমানো টাকা দেশে পাঠিয়েছেন এবং এ সময় অবৈধ চ্যানেলগুলো বন্ধ থাকায় বাধ্য হয়ে সবাই ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেছেন।

Related posts

এ বছর অনুষ্ঠিতব্য বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

Mims 24 : Powered by information

যান্ত্রিক ত্রুটির কবলে লন্ডনের টাওয়ার ব্রিজ, বন্ধ হলো যান চলাচল

razzak

করোনা ভাইরাসের চিকিৎসায় চীনের স্থানীয় পদ্ধতিতে তৈরী ভেষজ ওষুধের অনুমোদন

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »