কানাডিয়ান বাংলাদেশি নিউজ পেপার ‘সিবিএন’এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এক অফিসিয়াল শুভেচ্ছা বার্তায় জাস্টিন ট্রুডো বলেন, এই সংবাদপত্রটি বাংলাদেশি কানাডিয়ান কমিউনিটিতে তথ্য পাওয়ার মাধ্যম হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করায় আমি এই প্রকাশনার সঙ্গে যুক্ত প্রত্যেককে ধন্যবাদ জানাই।
জাবিতে আইআইটি’র ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিতজাবিতে আইআইটি’র ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
২০১৭ সালের ২ জানুয়ারি পত্রিকার অনলাইন ভার্ষণ শুরু হয়। পরে প্রিন্ট ভার্ষণে যাত্রা শুরু করে টরন্টো থেকে। পত্রিকাটি সম্পাদনা করেন মাহবুবুল হক ওসমানী।
অপরদিকে ১০ বছরে পা দিলো কানাডার জনপ্রিয় বাংলা সাপ্তাহিক বাংলামেইল। এ উপলক্ষে পত্রিকাটির সম্পাদক শহিদুল ইসলাম মিন্টুর কাছে এক শুভেচ্ছা বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, বাংলাদেশি-কানাডিয়ান কমিউনিটি নির্ভযোগ্য প্রকাশনা বাংলামেইল। বাংলামেইলের ভূমিকা এবং অবদান অবশ্যই গর্বের।