আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া

ওরা সব নির্বোধ, মেজাজ হারিয়ে দেশের যেসব নাগরিকের উদ্দেশে বললেন বরিস জনসন

মেজাজ হারিয়ে দেশের কিছু নাগরিককে ‘নির্বোধ’ আখ্যা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

করোনাভাইরাসের টিকাবিরোধী প্রচারকারীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।
নতুন বছরের শুরু থেকে প্রতিদিন গড়ে দুই লাখ সংক্রমণ ধরা পড়ছে ব্রিটেনে। এর মধ্যেও সোশ্যাল মিডিয়ায় চলছে একদলের টিকাবিরোধী প্রচার।

বরিস জনসন তাদের উদ্দেশে বলেন, “ওদের সবগুলোর মাথা খারাপ হয়ে গেছে। ওরা নির্বোধ, মাম্বো-জাম্বো।”

তিনি বলেন, “যারা সোশ্যাল মিডিয়ায় এসব মাম্বো-জাম্বো করছেন, ওরা নির্বোধ। ওরা মারাত্মক ভুল করছেন। আগে আমার মুখে আপনারা হয়তো এ ধরনের কথা শোনেননি। কারণ আমি ভেবেছিলাম, সকলের সঙ্গে সহযোগিতার পথে টিকাকরণ এগিয়ে নেওয়া যাবে।” সূত্র: বিবিসি

Related posts

এ বছর জুনে বাংলাদেশে আসছে লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা

Mims 24 : Powered by information

কানাডায় নতুন বছরে নতুন নির্দেশনা: বিদেশিদের জন্য আগামী দুই বছর বাড়ি ক্রয় নিষিদ্ধ

Mims 24 : Powered by information

তিউনিশিয়ায় প্রেসিডেন্ট সাঈদের সমর্থনে হাজারো মানুষের সমাবেশ

razzak

Leave a Comment

Translate »