এই মাত্র এই মাত্র পাওয়া বিনোদন

কেক কেটে ট্রলের শিকার নুসরাত!

নিজের ৩২তম জন্মদিন উদযাপন করেছেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। মা হওয়ার পর নুসরাতের প্রথম জন্মদিন, তাই ৮ জানুয়ারি মধ্যরাত থেকেই শুরু হয়েছিল সেলিব্রেশন।

জন্মদিনে তার জন্য তৈরি করা হয়েছিল সাদা রঙের টু টায়ার কেক। তাতে লেখা ‘হ্যাপি বার্থ ডে নয়না’। আর কেকের গায়ে একটা ছোট্ট পরী। যার কোলে শুয়ে আছে এক সদ্যোজাত।

নুসরাতের পরিবারিক নাম নয়না। জন্মদিনে বিনা মেকআপে দেখা গেছে তাকে। গালে হাত দিয়ে পোজ দিয়েছেন। ছবি তুলেছেন। তাকে বিশেষ শুভেচ্ছা জানিয়েছেন যশ।

এবারের জন্মদিন নুসরাতের জন্য অন্যতম। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানান, জন্মদিনের উপহার তিনি আগেই পেয়েছেন। সেটি তার কাছে সবচেয়ে সেরা। উপহারটি হল ছেলে ঈশান।

বিভিন্ন ইস্যুতে একাধিকবার ট্রলের শিকার হয়েছিলেন নুসরাত। এবারও সমালোচনার মুখে পড়তে হয়েছে এ অভিনেত্রীকে। জন্মদিনের ছবির কমেন্টস বক্সে ঠোঁট নিয়ে কটূকথা শুনতে হয়েছে নুসরাতকে। তবে এসব বিষয় মোটেও পাত্তা দেন না নুসরাত। থাকেন একদম নিজের মত করেই।

Related posts

কর্মী নিয়োগে বাংলাদেশ-মালয়েশিয়া সমঝোতা স্মারক সই

razzak

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বাবরের রায় আজ

razzak

কাবুলে খোলা আকাশের নিচে এখনও হাজারো ক্ষুধার্ত মানুষ

razzak

Leave a Comment

Translate »