অর্থনীতি এই মাত্র এই মাত্র পাওয়া

ডলারের দাম বাড়ার রেকর্ড

বাংলাদেশ ব্যাংক মার্কিন ডলারের বিপরীতে বড় পরিসরে টাকার অবমূল্যায়ন করেছে। অর্থাৎ এক ধাক্কায় টাকার মান ২০ পয়সা কমানো হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) আন্তঃব্যাংক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে প্রথমবারের মতো ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য ৮৬ টাকায় পৌঁছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, বৃহস্পতিবার ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। যদিও ব্যাংকগুলো নগদ ডলার বিক্রি করছে তিন থেকে চার টাকা বেশি দরে। ব্যাংকের বাইরে খোলাবাজার বা কার্ব মার্কেটে প্রতি ডলার ৯১ থেকে ৯২ টাকায় কেনাবেচা হয়।

আমদানি বৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় কয়েক মাস ধরে স্থানীয় মুদ্রা চাপের মুখে পড়েছে। ২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিল। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়। নভেম্বরে ডলারের দাম এসে দাঁড়ায় ৮৫ টাকা ৮০ পয়সায়। এরপর দেড় মাস একই অবস্থানে থাকলেও রোববার তা বেড়ে দাঁড়ায় ৮৬ টাকায়, যা রেকর্ড মূল্য।

বাংলাদেশ ব্যাংক একটি নির্দিষ্ট কর্মদিবসের জন্য প্রতি ডলারে ০.০৫ টাকা থেকে ০.১০ টাকার মধ্যে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন করে। ২০২১ সালের ১০ জানুয়ারি ডলারের বিপরীতে আন্তব্যাংক বিনিময় হার ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দাম বেড়েছে এক টাকা ২০ পয়সা।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর গণমাধ্যমকে বলেন, বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য আনতে আরও ২ টাকা অবমূল্যায়ন করা যেত।

তার মতে, প্রতি ডলার কমপক্ষে ৮৮ টাকা হওয়া উচিত। তবে বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে স্বাগত জানান তিনি। তিনি মনে করেন, বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক আরও কয়েকটি ধাপে স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন করবে।

Related posts

হেফাজতে ইসলামের আজিজুল হকের রিমান্ড মঞ্জুর

Irani Biswash

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

razzak

বাংলা একাডেমীর সাহিত্য পুরস্কার ২০২০ ঘোষিত হয়েছে আজ

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »