এই মাত্র এই মাত্র পাওয়া খেলাধুলা

বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে হারিয়ে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে ১২ বার স্প্যানিশ সুপার কাপ জিতল রিয়াল। অপরদিকে, রেকর্ড ১৩ বার জিতেছে বার্সেলোনা।

রবিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে ০-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
রিয়ালের হয়ে গোল দু’টি করে যথাক্রমে লুকা মদ্রিচ এবং করিম বেনজেমা।

নির্ধারিত সময়ের ঘটনাবহুল শেষ কয়েক মিনিটে পেনাল্টি পায় বিলবাও। এদের মিলিতাও লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। তবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা।

বল দখলে এগিয়ে থাকা রিয়াল গোলের উদ্দেশ্যে মোট ১৩ শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে। দ্বিতীয়ার্ধে তাদের পারফরম্যান্স অবশ্য ভালো ছিল না। ১৩ শটের ১১টিই তারা নেয় বিরতির আগে। অন্যদিকে, শেষ ২০ মিনিটে একচেটিয়া চাপ ধরে রাখা বিলবাও পুরো ম্যাচে ১৩ শটের মাত্র দুটি লক্ষ্যে রাখতে পারে; যেখানে প্রথমার্ধে তারা শট নিয়েছিল কেবল চারটি।

Related posts

লম্বা হওয়ার ৮ উপায়

razzak

আসুন, জাতিসংঘকে আশার বাতিঘর বানাই

razzak

ড্যানিশদের সেমিফাইনাল থেকে বিদায় দিয়ে, ফাইনালে ইংল্যান্ড

Irani Biswash

Leave a Comment

Translate »