এই মাত্র এই মাত্র পাওয়া বিনোদন

এক ভিডিও ক্লিপেই তছনছ মধুমিতার জীবন!

সাইবার অপরাধ কিভাবে একটি মানুষের জীবন শেষ করে দেয়, তা-ই এবার উঠে এলো ওয়েব সিরিজের গল্পে। দেখা গেছে, কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার নতুন বিয়ে করেছেন। স্বামীকে নিয়ে সুখের সংসার। একটি স্কুলে করেন শিক্ষকতা। সুদর্শনা বলে শিক্ষার্থীদের কাছে তিনি নায়িকার মতো। সবার কাছেই তার আলাদা কদর। কিন্তু আচমকা ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তার একটি অন্তরঙ্গ ভিডিও। যার কারণে মুহূর্তেই তছনছ হয়ে যায় মধুমিতার জীবন।

‘উত্তরণ’ নমের একটি ওয়েব সিরিজে পর্ণার চরিত্রে এভাবেই নতুন রুপে ধরা দিতে যাচ্ছেন ওপার বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী। এ সিরিজে মধুমিতার স্বামী অভির ভূমিকায় আছেন রাজদীপ গুপ্ত। এছাড়া রয়েছেন স্বস্তিকা দত্ত, শাওন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, মিঠু চক্রবর্তী প্রমুখ। গত রবিবার (১৬ জানুয়ারি) প্রকাশ হয়েছে সিরিজটির ট্রেলার। তাতেই পাওয়া গেল গল্পের এমন ইঙ্গিত। ‘আপনার সঙ্গে যদি এমন হতো, আপনি কী করতেন? এমন প্রশ্ন দিয়ে ট্রেলারটি শেষ হয়েছে।’
এই সিরিজটি নির্মাণ করেছেন জয়দীপ মুখার্জি। সিরিজটিতে সাইবার অপরাধের পরিণাম যেমন দেখানো হয়েছে, তেমনি নিজের সম্মান ফিরে পাওয়ার জন্য এক নারীর অদম্য লড়াইয়ের ঘটনাও থাকছে সমানতালে। এর আগে, সিরিজটির ‘তুমি আমি’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়। নিজের সুরে ও কথায় গানটি গেয়েছেন শোভন গঙ্গোপাধ্যায়। সেখানে অ

Related posts

আজ আমীর খানের জন্মদিন

Mims 24 : Powered by information

সাংবাদিকতা : থানায় নিয়ে পিটিয়ে অন্তর্বাস পরা ছবি তুলল পুলিশ

razzak

ব্রাজিল দলে ফিরলেন দানি আলভেজ, বাইরে নেইমার

razzak

Leave a Comment

Translate »