আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া জীবনধারা

ধর্ষণের দায়ে ৯ বছর জেল খাটতেই হবে রবিনহোকে

২০১৭ সালেই রবিনহোকে দোষী সাব্যস্ত করেন ইতালির আদালত। তার এক বন্ধু রিকার্ডোকেও দোষী সাব্যস্ত করা হয়। রবিনহোর সাজা হয় ৯ বছরের। এরপর থেকেই বার বার সাজার বিরুদ্ধে আপিল করেন তিনি। প্রতিবার তার আবেদন খারিজ হয়েছে। শেষবারের আবেদন খারিজ হওয়ার পর আর আপিল করার সুযোগ রইলো না। অর্থাৎ তাকে ৯ বছর জেলেই কাটাতে হবে।

তবে রবিনহোর জন্য একটা সুবিধাও রাখা হয়েছে। চাইলে তিনি ব্রাজিলের জেলেও সাজা খাটতে পারবেন। সেক্ষেত্রে ব্রাজিলের প্রশাসনের সঙ্গে কথা বলবে তারা। যদিও ব্রাজিল সরকার এই প্রস্তাবে রাজি হবে না বলেই ধারণা করা হচ্ছে। আবার এই মামলার আরও চার আসামী মামলা চলাকালীন ইতালি ছেড়ে তাদের নিজ দেশ ব্রাজিলে চলে যান। তাদের বিরুদ্ধেও ফের মামলার কার্যক্রম শুরু হয়েছে বলেও জানা গেছে।

Related posts

বাংলাদেশের অর্থনীতিতে কোকা-কোলার বিশাল অবদান

Irani Biswash

কমেছে করোনার তাণ্ডব, একদিনে মৃত্যু ৪ হাজার ৮ জনের

razzak

৪ মাসে র‍্যাবের কর্মকাণ্ডে সন্তুষ্ট যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রসচিব

razzak

Leave a Comment

Translate »