এই মাত্র এই মাত্র পাওয়া খেলাধুলা

৩২ দিন পর মাঠে নামছেন মেসি

গেল ২২ ডিসেম্বর শেষ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। এরপরই বড় দিনের ছুটি ও করোনার হানা; ফেরার অপেক্ষাটা বাড়ছিল ক্রমেই। তবে এবার তার অপেক্ষার পালা শেষ হচ্ছে। রেঁসের বিপক্ষে লিগ ম্যাচ দিয়েই নতুন বছরে প্রথমবারের মতো মাঠে নামছেন মেসি।

আর্জেন্টাইন মহাতারকার স্কোয়াডে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজির আর্জেন্টাইন কোচ মরিসিও পচেত্তিনো। সোমবার রাত ১টা ৪৫ মিনিটে নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে পিএসজি আতিথ্য দেবে রেঁসের। তার আগে সংবাদ সম্মেলনে মেসি সম্পর্কে পচেত্তিনো বলেন, ‘এই সপ্তাহে সে দলের সাথে ভালোভাবেই অনুশীলন করছে। আমাদের সঙ্গে যোগ দিয়েছে সে, আমি তাতেই খুশি। আগামীকাল সে স্কোয়াডে থাকবে।’
পিএসজি অবশ্য লিগে বেশ সুবিধাজনক অবস্থানেই আছে। ২১ ম্যাচ শেষে ঝুলিতে পুরেছে ৫০ পয়েন্ট। দুইয়ে থাকা নিস তাদের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে।

Related posts

এশিয়ার সেরা একাদশে সাকিব মুশফিক মোস্তাফিজ

razzak

ইউক্রেন সংঘাতের মধ্যেই রাশিয়া-চীনের ব্রিজ চালু

razzak

১১ বছর পর ইতালিয়ান সুপার কাপ ইন্টারের!

razzak

Leave a Comment

Translate »