আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া

‘ইরান-রাশিয়া-চীন যৌথ নৌ-মহড়া আমেরিকাকে কঠোর বার্তা’

ইরান, রাশিয়া ও চীনের সমন্বয়ে চালানো যৌথ নৌ-মহড়াকে আমেরিকার জন্য কঠোর বার্তা বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমস। দৈনিকটি গতকাল শনিবার এক বিশ্লেষণে লিখেছে, এই মহড়ার মাধ্যমে কয়েকটি মার্কিন বিরোধী দেশ তাদের সামরিক শক্তি প্রদর্শন করেছে।

ভারত মহাসাগরের উত্তর অংশে ইরান, রাশিয়া ও চীন গত শুক্রবার (২১ জানুয়ারি) দ্বিতীয় যৌথ সামরিক মহড়া চালিয়েছে। ‘২০২২ মেরিন সিকিউরিটি বেল্ট’ নামের এ মহড়ায় আগুন লেগে যাওয়া গানবোট ও অপহৃত যুদ্ধজাহাজ উদ্ধার, সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গুলি ও গোলাবর্ষণ এবং রাতের অন্ধকারে আকাশে থাকা লক্ষ্যবস্তুকে গুলি করে ভূপাতিত করার মতো অনুশীলন করা হয়েছে।
ইরানের নৌবাহিনীর ১১টি ইউনিট, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র তিনটি ইউনিট, রাশিয়ার নৌবাহিনীর তিনটি ইউনিট এবং চীনা নৌবাহিনীর দু’টি ইউনিট এবারের মহড়ায় অংশ নেয়।

আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যিক রুটের নিরাপত্তা শক্তিশালী করা, জলদস্যু ও সামুদ্রিক সন্ত্রাসবাদ প্রতিহত করা, সাগরে উদ্ধার অভিযান চালানোর ব্যাপারে তথ্য বিনিময় এবং ট্যাকটিক্যাল ও অপারেশনাল অভিজ্ঞতা বিনিময় ছিল এই যৌথ নৌ-মহড়ার অন্যতম উদ্দেশ্য। সূত্র : পার্সটুডে

Related posts

গণপরিবহনে যৌন হয়রানির শিকার ৬৪ শতাংশ নারী

razzak

অতিরিক্ত ভাড়া আদায়: ৩১৪ বাসের জরিমানা

razzak

বিশ্বকাপ দলে পরিবর্তন: সুযোগ পেলেন সৌম্য-শরীফুল, বাদ সাব্বির-সাইফউদ্দিন

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »