করোনায় আক্রান্ত হয়েছেন বাংলা সিনেমার নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা শাবনাজ।
অভিনেত্রীর অসুস্থতার খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন তার স্বামী চিত্রনায়ক নাঈম।
নাঈম লেখেন, শাবনাজ করোনায় আক্রান্ত। আপনারা সবাই তার সুস্থতার জন্য দোয়া করবেন। শাবনাজ এখন বাসায় সবার থেকে আলাদা আছে।
নাঈম আরো জানান, গতকালকে শাবনাজের জ্বর ছিল। তাই তখনই পরীক্ষা করে দেখি কোভিড পজিটিভ এসেছে এবং ডাক্তারের পরামর্শ মেনে চলছে। আপনাদের সবাইকে অনুরোধ করছি সাবধানে থাকবেন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। আল্লাহ শাবনাজকে সুস্থতা দান করুন। আমিন।
উল্লেখ্য, বড় পর্দায় নাঈম-শাবনাজের যাত্রা শুরু হয়েছিল ১৯৯১ সালে। এহতেশামের পরিচালনায় চলচ্চিত্রটির নাম ছিল ‘চাঁদনী’। এরপর নব্বই দশকের জনপ্রিয় জুটি হয়ে ওঠেন নাঈম-শাবনাজ। একের পর এক সিনেমা উপহার দিয়েছিলেন তারা।
১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন তারা। বিয়ের পর সিনেমা ছেড়ে সংসার জীবনে মনোযোগ দেন এ যুগল। এখন তাদের বেশিরভাগ সময় কাটে টাঙ্গাইলে নাঈমের গ্রামের বাড়িতে।