এই মাত্র এই মাত্র পাওয়া জাতীয় জীবনধারা বাংলাদেশ

‘নির্বাচনের নামে নাটক ও প্রহসন বাদ দিন, রাজনৈতিক আলোচনার দ্বার উন্মোচন করুন’

জাতীয় সংসদে নির্বাচন কমিশন আইন বিষয়ে আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ আজ বৃহস্পতিবার সকালে বলেছেন, ‘জনগণ হতাশ, জনগণের দাবি মানতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচনের নামে নাটক ও প্রহসন বাদ দিন। রাজনৈতিক আলোচনার দ্বার উন্মোচন করুন।’

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য পূর্বে করা আওয়ামী লীগের হরতাল-আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘সরকারি দলে থাকলে বক্তব্য একরম, বিরোধী দলে থাকলে বক্তব্য আরেক রকম। এটা ঠিক নয়।’
নির্বাচন কমিশন আইন নিয়ে তিনি বলেন, ‘আইনের উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ। এমন আইন করতে হবে যাতে তা নিয়ে প্রশ্ন না উঠে। সার্চ কমিটি গঠনের নামে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। সার্চ কমিটিতে কারা অতীতে সদস্য হয়েছিল তা কারও অজানা হয়। কমিটিতে জায়গা পেতে হলে একমাত্র যোগ্যতা- সরকারের অনুগত হতে হবে।’

বিএনপি ভোট চুরি করতে পারবে না জেনে সংসদে নাচ-গান শুরু করেছে- আইনমন্ত্রীর দেওয়া এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে সংসদ সদস্য হারুন বলেন, ‘আপনি অগ্রজ, আমরা অনুজ। আমরা এখানে আপনার কাছ থেকে শিখবো। আপনি আইনের মানুষ, আইনের ভাষায় কথা বলবেন।’

Related posts

ভারতকে ফুটবলে নিষিদ্ধ করল ফিফা

Mims 24 : Powered by information

করোনায় রিয়েল টাইম পিসিআর

Irani Biswash

মেজর ডালিমদের দোসররাই স্টেডিয়ামে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে : মোজাম্মেল হক

razzak

Leave a Comment

Translate »