আন্তর্জাতিক এই মাত্র ব্রেকিং

ক্রেমলিন মিডিয়া : ‘ইউক্রেন হামলার প্রস্তুতি নিচ্ছে, রাশিয়া নয়’

পশ্চিমা দেশগুলোর গণমাধ্যমের মতো রাশিয়ার গণমাধ্যমও ইউক্রেনে সংঘাতের আশঙ্কাকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করছে।

ক্রেমলিন নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলোতে ইউক্রেনকে আগ্রাসী হিসেবে চিত্রিত করা হচ্ছে। বলা হচ্ছে, পশ্চিমাদের দ্বারা উসকে দেওয়া ইউক্রেন সরকার রাশিয়ার প্রতি অন্ধ বিদ্বেষ নিয়ে চালিত হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ গণমাধ্যমে ইউক্রেনে মস্কোর আগ্রাসনের শঙ্কা প্রত্যাখ্যান করা হয়েছে।
ক্রেমলিনের মিডিয়া রুশদের এটি বোঝানোর চেষ্টা করছে যে ইউক্রেনে আক্রমণ সম্পূর্ণ ন্যায়সঙ্গত হবে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, ”আগামী মাসে রাশিয়ার ইউক্রেনে আক্রমণ করার ব্যাপারে ‘স্পষ্ট শঙ্কা’ রয়েছে। ” হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার প্রধান দাবি যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করার পর সংকট সমাধানের ব্যাপারে আশা একেবারে সামান্য বলে মনে করছে মস্কো।

গত কয়েক সপ্তাহে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক রুশ সেনা জমায়েত রাখার বিষয়টি আক্রমণের আশঙ্কা তৈরি করেছে। যদিও রাশিয়া বরাবরই আক্রমণের পরিকল্পনার কথা নাকচ করে দিয়ে আসছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় রুশ হামলার সম্ভাব্য সময় সম্পর্কে মন্তব্য করেছেন তিনি।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ন জানান, “প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণ করতে পারে এমন একটি ‘স্পষ্ট আশঙ্কা’ আছে। ”
সূত্র : বিবিসি।

Related posts

রফতানির পালে নতুন হাওয়া

razzak

করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি কঠোর বিধিনিষেধ

Irani Biswash

স্বপ্ন পূরণের নাম বাংলাদেশ

razzak

Leave a Comment

Translate »