বর্তমানে বোলারদের থেকে ব্যাটারদের সুবিধা অনেকটাই বাড়িয়ে দেওয়া হচ্ছে। পাকিস্তানের স্পিডস্টার শোয়েব আখতার মনে করেন, বর্তমানে যদি শচীন টেন্ডুলকার খেলতেন, তাহলে ১ লাখ রান করতেন তিনি!
নিজের ইউটিউব চ্যানেলে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলাপচারিতায় শোয়েব বলেন, ‘নতুন বলে নিয়ম আরও কঠোর করা উচিত। এখন ব্যাটারদের অনেক সুবিধা দেওয়া হচ্ছে। এখন তিনটি রিভিউ থাকছে, আমাদের সময় তিনটি রিভিউ থাকলে শচীন ১ লাখ রান করতে পারতেন! শচীনের জন্য সত্যই আমার কষ্ট হয়। তিনি খেলেছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, শেন ওয়ার্নদের বিপক্ষে। তাছাড়া এই প্রজন্মের ফাস্ট বোলারদের বিপক্ষেও খেলেছেন। এজন্যই আমি শচীনকে খুব টাফ ব্যাটার বলি।’