এই মাত্র এই মাত্র পাওয়া জাতীয় জীবনধারা বাংলাদেশ

জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি বাংলাদেশ

জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের (পিস বিল্ডিং কমিশন) সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে রাষ্ট্রদূত পর্যায়ের অধিবেশনে এ নির্বাচন হয়।

নির্বাচিত হওয়ার পর পরই সভাপতির আসনে বসে শান্তি বিনির্মাণ কমিশনের ষোড়শ অধিবেশনের সভা পরিচালনা করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। তিনিই প্রথম পিবিসির নারী সভাপতি।

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ঝ্যাং জুন এক টুইট বার্তায় বলেন, ‘২০২২ সালে শান্তি বিনির্মাণ কমিশনের নতুন সভাপতি বাংলাদেশকে অভিনন্দন। বিশ্বজুড়ে সংঘাতময় দেশ ও অঞ্চলগুলোতে ভূমিকা রাখার জন্য গত বছরের শান্তি বিনির্মাণ কমিশনের সভাপতি মিশরকেও আমি ধন্যবাদ জানাই। ’

উল্লেখ্য, শান্তি বিনির্মাণ কমিশন জাতিসংঘের একটি আন্তঃসরকার পরামর্শক প্রতিষ্ঠান। এটি সংঘাতময় বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা দেয়। সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ এবং অর্থনৈতিক ও সামাজিক পরিষদ থেকে নির্বাচিত ৩১টি সদস্য রাষ্ট্র মিলে শান্তি বিনির্মাণ কমিশন গঠিত হয়। জাতিসংঘের শীর্ষ অর্থদাতা ও শান্তিরক্ষী যোগানদাতা দেশগুলোও এর সদস্য।

Related posts

মসজিদুল আকসায় ইহুদী পুলিশের অভিযান : ১৫২ মুসল্লি আহত

razzak

ব্রাজিল দলে ফিরলেন দানি আলভেজ, বাইরে নেইমার

razzak

অপেক্ষা শেষ, আজ পর্দা উঠছে কাতার বিশ্বকাপ ফুটবলের

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »