আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া

ইউরোপে সেনা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে ঘিরে ইউরোপে উত্তেজনা এখন চরমে। দেশটিতে রাশিয়ার আগ্রাসনের মধ্যে চলতি সপ্তাহে ইউরোপে অতিরিক্ত সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইউরোপে ন্যাটো সদস্যদের ‘শক্তিশালী প্রতিরক্ষা’ নিশ্চিতে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটি থেকে ২০০০ সেনা পাঠাবে পোল্যান্ড এবং জার্মানিতে। এছাড়া, জার্মানিতে থাকা আরো এক হাজার সেনা যাবে রুমানিয়ায়।

বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি বলেন, যুক্তরাষ্ট্র যেসব সেনা মোতায়েন করছে তারা ইউক্রেইনে যুদ্ধ করবে না, বরং মার্কিন মিত্রদের সুরক্ষা নিশ্চিত করবে। সামনের দিনগুলোতে এসব সেনা মোতায়েন করা হবে। গত সপ্তাহে পেন্টাগন যে আট হাজার ৫০০ সেনাকে উচ্চতর সতর্কতা জারি করেছিল, তাদের থেকে এটি আলাদা এবং এর বাইরে।

ফোর্ট ব্র্যাগ ঘাঁটি থেকে ২,০০০ সেনার মধ্যে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ১,৭০০ সদস্যকে পাঠানো হবে পোল্যান্ডে এবং ৩০০ সেনাসদস্যকে পাঠানো হবে জার্মানিতে। আর জার্মানির ভিলসেক ঘাঁটিতে থাকা পদাতিক বাহিনীর প্রায় এক হাজার সেনার একটি স্ট্রাইকার স্কোয়াড্রন পাঠানো হবে রুমানিয়ায়। অর্থাৎ, সব মিলিয়ে আগামী কয়েকদিনে পূর্ব ইউরোপে প্রায় ৩ হাজার সেনা মোতায়েনের অনুমোদন দিয়ে রেখেছেন জো বাইডেন।

পেন্টাগন গতমাসেই ইউরোপে মোতায়েনের জন্য ৮,৫০০ সেনাকে প্রস্তুত রেখেছিল। এরসঙ্গেই নতুন ওই সেনা মোতায়েনের ঘোষণা বুধবার দিয়েছে জো বাইডেন প্রশাসন।

প্রয়োজনবোধে মোতায়েনের জন্য ওই বাড়তি সেনা প্রস্তুত রাখা প্রসঙ্গে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, পুতিনকে আমাদের একটি জোরালো সংকেত পাঠানোটা জরুরি। আরো খোলাখুলি বলতে গেলে, বিশ্বকেও বার্তা পাঠানো জরুরি যে, যুক্তরাষ্ট্রের কাছে ন্যাটোর গুরুত্ব আছে এবং এ বিষয়টি আমাদের মিত্রদের কাছেও গুরুত্বপূর্ণ।

রাশিয়া ইউক্রেইন সীমান্তের কাছে প্রায় ১ লাখ সেনা সমাবেশ করার পরও বলে আসছে তাদের সেখানে আগ্রাসন চালানোর কোনো পরিকল্পনা নেই। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অভিযোগ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধের অজুহাতে রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করা।

ইউরোপে নেটো জোট নিয়ে রাশিয়ার যে উদ্বেগ রয়েছে যুক্তরাষ্ট্র সেটিকে পাত্তা দিচ্ছেনা জানিয়ে তিনি বলেন, পূর্ব ইউরোপে নেটো সম্প্রসারণ বন্ধ করাসহ নিরাপত্তার যেসব নিশ্চয়তা রাশিয়া চাইছিল, যুক্তরাষ্ট্র তা অগ্রাহ্য করেছে।

ওদিকে ইউক্রেইন সফরে যাওয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, পুতিন ইউক্রেইনের মাথার ওপর ‘বন্দুক ধরে রেখেছেন’। কূটনৈতিকভাবে সংকট সমাধানের চেষ্টা চলার মাঝেও রাশিয়া ইউক্রেইন ঘিরে সেনাশক্তি বাড়াচ্ছে এমন প্রমাণও পাওয়া যাচ্ছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ইউরোপে সেনা মোতায়েনের ঘোষণা দেওয়াটা আরো সক্রিয়ভাবে সামরিক ব্যবস্থা নিতে আগ্রহী থাকার লক্ষণও হয়ে থাকতে পারে।

সূত্র: বিবিসি

Related posts

এক নজরে অস্কারে পুরস্কার জয়

Irani Biswash

হাসপাতালে ভর্তি বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার

Irani Biswash

টিকা নেওয়া ছবি ভাইরাল বিপাকে মুক্তিযুদ্ধ মন্ত্রী

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »