আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া

পেরুতে পর্যটকবাহী প্লেন বিধ্বস্ত, ৭ আরোহীর মৃত্যু

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি ছোট প্লেন বিধ্বস্ত হয়ে এর ৭ আরোহীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন পর্যটক, বাকি দুই জন ক্রু।

স্থানীয় পুলিশ এবং সরকারের দেওয়া এক বিবৃতির বরাতে শনিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স। পর্যটকদের মধ্যে তিনজন ডাচ ও দুই চিলির নাগরিক। ক্রু দুই জনই পেরুর নাগরিক।

এক বিবৃতিতে দেশটির পরিবহন ও যোগাযোগ বিষয়ক মন্ত্রণালয় জানায়, প্রত্নতাত্ত্বিক স্থান নাজকার কাছাকাছি বিধ্বস্ত হয় ‘সেনসা ২০৭’ মডেলের এয়ারক্রাফটটি। দুর্ঘটনায় এর কোনো আরোহী বেঁচে নেই। কারণ খুঁজতে তদন্ত শুরু হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।

নাজকা পুলিশের প্রধান কমান্ডার এদগার ইস্পিনোজা সাংবাদিকদের জানিয়েছেন, প্লেনটি মাটিতে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

পেরুর অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র নাজকা লাইনস ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।

Related posts

মঙ্গলগ্রহে কার্বন-ডাইঅক্সাইডকে অক্সিজেনে রূপান্তর

Irani Biswash

যে কোনো সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি রয়েছে: শিক্ষামন্ত্রী

razzak

যুক্তরাষ্ট্রে ৪৫ দিনে গ্রিনকার্ড প্রদানের বিশেষ কর্মসূচি

razzak

Leave a Comment

Translate »