এই মাত্র এই মাত্র পাওয়া জীবনধারা প্রবাস কথা প্রিয় প্রবাসী

কুয়ালালামপুরে অনলাইনে জুয়ার আসর, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অনলাইন জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালানোর সময় ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। শুক্রবার ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, জালান ক্লাং লামার একটি অ্যাপার্টমেন্ট থেকে এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো। বাংলাদেশি জুয়াড়িদের লক্ষ্য করে জয়ার আয়োজন হতো এখান থেকে।

পুলিশ গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বুকিত আমান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিচালক আবদ জলিল হাসান গতকাল এ খবর জানিয়েছিলেন। পরদিনই জালান ক্লাং লামার অ্যাপার্টমেন্ট এই অভিযান চালানো হলো।

অভিযান চলাকালে সিটি সিআইডি প্রধান হাবিবি মাজিনজি সাংবাদিকদের বলেন, ‘এই জুয়ার আসর থেকে জুয়ারিদের কাছ থেকে প্রতিদিন প্রায় ২ লাখ বাংলাদেশি টাকা আয় হতো।’

তিনি আরও বলেন, আমরা ৫ জন বাংলাদেশিকে আটক করেছি এবং বেশ কিছু কম্পিউটার ও হ্যান্ডফোন জব্দ করেছি।

Related posts

আলাস্কার কন্যা লিডিয়া জ্যাকোবি ১৭ বছরেই অলিম্পিকে রেকর্ড গড়লেন

Irani Biswash

বিশিষ্ট সাংবাদিক, উপস্থাপক শফিউজ্জামান খান লোদী আর নেই

Irani Biswash

ওয়ানডেতে দ্রুততম ২০০ উইকেটের মালিক এখন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »