এই মাত্র এই মাত্র পাওয়া বিনোদন

মেঠো সুরে ‘একলা চলো রে’, কোক স্টুডিও বাংলার প্রথম গানই হিট

বিশ্বব্যাপী সমাদৃত ‘কোক স্টুডিও’ এবার বাংলাভাষী ও বাংলাদেশিদের জন্য যাত্রা শুরু করলো। এরই মধ্যে প্রকাশিত হয়েছে প্রথম গান ‘একলা চলো রে’। মেঠো সুরের ‘একলা চলো রে’ তথা প্রথম গানই হিট!

বাংলাদেশের বেশ কয়েকজন শিল্পীর গলায় শোনা যাচ্ছে গানটি। একটা মেঠো সুর যেন গানটিকে নতুন প্রাণ দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় নিজেদের উৎসাহ ধরে রাখতে পারছেন না দেশের সংগীতশিল্পীরা।

রবিঠাকুরের গানের ফিউশন করেছেন বাংলাদেশের শিল্পীরা। অংশগ্রহণ করেছেন অর্ণব, বাপ্পা মজুমদার, সামিনা চৌধুরী, মমতাজ, কণা, পান্থ কানাই, ঋতুরাজ, নন্দিতা, রুবায়াত, মাশা, মিজান, বগা তালেব, অনিমেষ রায় ও শেখ ইশতিয়াক।

প্রথম সিজনে থাকছে মোট ১০টি গান। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠানটি উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালেদ এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

ভারত ও পাকিস্তানের তারকা শিল্পীদের নিয়ে এতদিন কাজ করে এসেছে কোক স্টুডিয়ো। এই প্রথম তারা পা রাখলো বাংলাদেশে। জানুয়ারিতেই চলেছিল শুটিংয়ের কাজ। তবে খুব গোপন রাখা হয়েছিল। ঢাকাসহ পার্শবর্তী এলাকায় হয়েছে শুট। বেসরকারি চ্যানেল দীপ্ত টিভি ভবনের দ্বিতীয় তলার একটি স্টুডিওতে কাজ হয়েছিল।

Related posts

হঠাৎ মাথা ঘুরানো শুরু হলে কী করবেন?

razzak

ক্ষমতা হস্তানান্তরে মিয়ানমারের সামরিক সরকার এর উপর জাতিসংঘের চাপ

Mims 24 : Powered by information

দক্ষিণ আফ্রিকায় বাস খাদে পড়ে নিহত ২৮

razzak

Leave a Comment

Translate »