আন্তর্জাতিক এই মাত্র পাওয়া জীবনধারা

সৌরঝড়ে ৪০টি স্যাটেলাইট হারালো ইলন মাস্কের স্পেসএক্স

শক্তিশালী সৌরঝড়ের (জিওম্যাগনেটিক স্টর্ম) আঘাতে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন কোম্পানি স্পেসএক্স-এর ৪০টি স্যাটেলাইট ধ্বংস হয়ে গেছে। মহাকাশে ৪৯টি স্টারলিংক স্যাটেলাইট উৎক্ষেপণের একদিনের মাথায় এগুলো পৃথিবীর কক্ষপথ থেকে ছিটকে পড়ে। ভূপৃষ্ঠের দিকে পতিত হওয়ার সময় সেগুলোকে ধ্বংস করে দেয়া হয়।

এরইমধ্যে এ খবর নিশ্চিত করেছে স্পেসএক্স। কোম্পানিটি জানিয়েছে, মূলত একটি মহাকাশ ঝড় আঘাত হানায় স্যাটেলাইটগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

মূলত সূর্যপৃষ্টে শক্তিশালী বিস্ফোরণের কারণে এমন সৌরঝড়ের সৃষ্টি হয়। যার কারণে মহাকাশজুড়ে ছড়িয়ে পড়ে প্লাজমা ও চুম্বক ক্ষেত্র।

এক বিবৃতিতে স্পেসএক্স জানায়, সম্প্রতি উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলো সৌরঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোর স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্পে যুক্ত হওয়ার কথা ছিল।

পৃথিবীর কক্ষপথে ঘূর্ণনরত হাজারো স্যাটেলাইটের মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট সরবরাহ করার জন্য এলন মাস্ক এই স্টারলিংক প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পের অধীনে ২ হাজারের বেশি স্যাটেলাইট আকাশে পাঠিয়েছে কোম্পানিটি। যুক্তরাষ্ট্র কোম্পানিটিকে ১২ হাজার স্যাটেলাইট পাঠানোর অনুমোদন দিয়েছে।

প্রকল্পটি অনেক ব্যয়বহুল, কিন্তু এর বাস্তবায়ন হলে এমন স্থানেও ব্যবহার করা সম্ভব যেখানে ক্যাবল দিয়ে সংযোগ স্থাপন সম্ভব নয়। যেমন– জানুয়ারিতে ভূমিকম্পে টোঙ্গার সমুদ্রতলে নির্মিত ডাটা ক্যাবল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে ফিজির কাছাকাছি নির্মিত একটি স্টারলিংক স্টেশন সেখানে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করে।

স্পেসএস্কের সর্বশেষ পাঠানো ৪৯টি স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠের ২১০ কিলোমিটার উপরে মোতায়েন করা হয়েছিল। গত ৩ ফেব্রুয়ারি এগুলো পাঠানো হয়। এর একদিন পর পৃথিবীকে আঘাত করে সৌরঝড়।

যুক্তরাজ্যের মহাকাশ সংস্থার স্পেস সার্ভেইল্যান্সের প্রধান জ্যাকব গির জানান, এসব স্যাটেলাইটের কোনও খণ্ডাংশ পৃথিবীর ভূখণ্ডে আঘাত করার প্রত্যাশা তিনি করছেন না।

সূত্র: এনডিটিভি

Related posts

ভারতের চন্দ্রবিজয়: চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণ

Mims 24 : Powered by information

বঙ্গবন্ধুর প্রশংসা করলেন বান কি মুন

Mims 24 : Powered by information

বন্দুকের মুখে শিক্ষার্থীর নগ্ন ভিডিও করে ব্ল্যাকমেইল

razzak

Leave a Comment

Translate »