দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মীর হোসেন মিরাজ নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঘাটেং প্রদেশের বেনানী এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নিহতের মামা শ্বশুর শামীম আহমেদ।
নিহত মীর হোসেন মিরাজ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের দত্তসার গ্রামের সফিকুর রহমানের ছেলে। তিনি দুই কন্যা সন্তানের জনক।
মিরাজের মামা শ্বশুর শামীম আহমেদ জানান, মিরাজ জীবিকার তাগিদে ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা যান। সেখানে ঘাটেং প্রদেশের বেনানী এলাকায় আরো কয়েকজন বাংলাদেশির সঙ্গে ব্যবসা করতেন। সোমবার রাত আনুমানিক ১০টায় স্থানীয় সন্ত্রাসীরা মিরাজের রুমে ঢুকে আরেক রুমমেটসহ মিরাজকে বাথরুমে আটকে রাখে। এক পর্যায়ে তারা মিরাজকে গুলি করে পালিয়ে যায়। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।