আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া জীবনধারা

ভূমধ্যসাগরে ঠাণ্ডায় প্রাণ হারানো একজনের লাশ দেশে পৌঁছেছে

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ঠাণ্ডায় প্রাণ হারানো ৭ বাংলাদেশির মধ্যে ইমরান হাওলাদার নামে একজনের লাশ দেশে পৌঁছেছে।

শুক্রবার একটি ফ্লাইটে তার লাশ ঢাকায় এসে পৌঁছায়। এদিন রোমের বাংলাদেশ দূতাবাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্ক ইমরান হাওলাদারের লাশ গ্রহণ করে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ইমরান হোসেনের বাড়ি মাদারীপুরের সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অ্যাম্বুলেন্সে তার লাশ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি লাম্পেডুসা দ্বীপে যাওয়ার সময় দীর্ঘক্ষণ তীব্র ঠাণ্ডায় ৭ বাংলাদেশ নাগরিক মারা যান। তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, একই গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী। মারা যাওয়া অপর দুই জন হলেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাইফুল।

ধাপে ধাপে তাদের লাশও দেশে আসবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গে

Related posts

করোনাভাইরাসকে দীর্ঘকাল ধরে মোকাবেলার প্রস্তুতি রাখতে হবে : অ্যান্ড্রিয়ে অ্যামেন

Mims 24 : Powered by information

জাতিসংঘে ভোটের ক্ষেত্রে যে বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

razzak

ওরা সব নির্বোধ, মেজাজ হারিয়ে দেশের যেসব নাগরিকের উদ্দেশে বললেন বরিস জনসন

razzak

Leave a Comment

Translate »