এই মাত্র এই মাত্র পাওয়া খেলাধুলা

বোচুমের কাছে এক হালি গোল খেল বায়ার্ন

চলতি মৌসুমের সেপ্টেম্বরে বোচুমকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখরা। সেই ম্যাচে কিমিচ করেছিলেন জোড়া গোল। এছাড়াও স্কোরলাইনে নাম লিখেছিলেন লেরয় সানে, সার্জ গেন্যাব্রি, রবার্ট লেভানদোভস্কিরা। তবে শনিবার (১২ ফেব্রুয়ারি) সেই বোচুমের কাছেই এক হালি গোল খেল বায়ার্ন। তাদের বিপক্ষে বায়ার্ন ম্যাচ হেরেছে ৪-২ গোলে।

ভোনোভিয়া রুহরস্টেডিয়নে গতকাল পাঁচ মাস আগের সেই হারের প্রতিশোধ নিল বোচুম। ঐতিহ্য ও দলগত শক্তির বিচারে বায়ার্ন মিউনিখের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকলেও নিজেদের সামর্থ্য প্রমাণ করে দলটি। জার্মান চ্যাম্পিয়নদের জালে এক হালি গোল দেয় তারা। আর বায়ার্নের বিপক্ষে এই জয়ের ফলে ২০০৫-০৬ মৌসুমের পর তাদের বিপক্ষে জয় পেল বোচুম।

শনিবার (১২ ফেব্রুয়ারি) জার্মান বুন্দেস লিগায় বায়ার্নকে ৪-২ গোলে হারিয়েছে বোচুম। বায়ার্ন মিউনিখের হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভানদোভস্কি। বোচুমের হয়ে গোল করেছে আন্তউই-আদজেই, লোকাডিয়া, গাম্বোয়া ও গেরিট হোল্টম্যান। দুদলের সর্বশেষ ৩২ দেখায় মাত্র দ্বিতীয়বার জিতলো বোচুম।

প্রতিপক্ষের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বায়ার্ন মিউনিখ। গোটা ম্যাচে ৬৬ শতাংশ বল দখলে রাখে দলটি। গোলমুখে শট নেওয়ার ক্ষেত্রেও দাপট ছিল বায়ার্নের। পুরো ম্যাচে ২১টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে বাভারিয়ানরা। বিপরীতে, বোচুম ১১ শটের মধ্যে ৬টিই লক্ষ্যে রাখতে পারে।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে এদিন শুরুতেই এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। ম্যাচের সপ্তম মিনিটে কিংসলে কোম্যানের পাস থেকে সফরকারীদের এগিয়ে দেন রবার্ট লেভানদোভস্কি। ৭ মিনিট পরই সমতায় ফিরে বোচুম। হোল্টম্যানের পাস থেকে ক্রিস্টোফার আন্তউই-আদজেই গোল করেন। গোল খেয়ে ছন্নছাড়া হয়ে যায় বায়ার্ন মিউনিখ।

সেই সুযোগ কাজে লাগিয়ে ৩৮তম মিনিটে জার্গেন লোকাডিয়া পেনাল্টি থেকে গোল করে বোচুমকে এগিয়ে দেয়। দুই মিনিট পরই বায়ার্ন কিছু বুঝে উঠার আগেই ব্যবধান আরও বাড়ান গাম্বোয়া। বিরতির আগে হোল্টম্যান গোল করে এক হালি পূর্ণ করলে ম্যাচ থেকে প্রায় ছিটকে যায় জার্মান চ্যাম্পিয়নরা।

Related posts

ভারতের চন্দ্রবিজয়: চাঁদে চন্দ্রযান-৩ এর সফল অবতরণ

Mims 24 : Powered by information

বাংলাদেশে ৪৩ দশমিক ১৭ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড রিজার্ভ

Mims 24 : Powered by information

শচীন টেন্ডুলকারের রেকর্ড টপকে গেলেন জো রুট

razzak

Leave a Comment

Translate »