বাংলাদেশ সাহিত্য

বইমেলায় পাওয়া যাবে ফারহানা সিনথিয়ার ‘দ্বিতীয় জীবন’

এবারের একুশে বইমেলায় পাওয়া যাবে অন্যপ্রকাশ কর্তৃক প্রকাশিত কানাডা প্রবাসী জনপ্রিয় লেখিকা ফারহানা সিনথিয়ার উপন্যাস ‘দ্বিতীয় জীবন’।

এটি তার দ্বিতীয় উপন্যাস। প্রবাস জীবনের আখ্যান নিয়ে রচিত এ বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। প্রচ্ছদ করেছেন আরিফুল হাসান।

ফারহানা সিনথিয়ার শৈশব কেটেছে ঢাকায়। এরপর কানাডা। বইপড়া শুরু অধ্যাপক নানার ব্যক্তিগত সংগ্রহশালায়। সেখানেই ম্যাক্সিম গোর্কির বাংলায় অনূদিত লেখা পড়ে বিদেশি সাহিত্যের সঙ্গে পরিচয়।

ইংরেজিতে প্রাতিষ্ঠানিক শিক্ষা সম্পন্ন হলেও বাংলা সাহিত্যের প্রতি অনুরাগ ছিল ছেলেবেলা থেকেই। কানাডা থেকে তড়িৎ প্রকৌশলে স্নাতক ডিগ্রি নিয়ে চাকরি করছেন।

২০২০ বইমেলায় পেন্সিল প্রকাশনীর গল্প সংকলনে ছোটগল্প প্রকাশিত হয়। ২০২১ বইমেলায় আসে থ্রিলার ‘আবর্ত’। একটি জাতীয় দৈনিকে নিয়মিত কলাম আর ছোটগল্প লেখেন।

২০২১ সালে পাঁচটি সংকলনে এসেছে রহস্য আর সমকালীন ছোটগল্প। লেখালেখি করে সবচেয়ে বড় অর্জন বাংলাদেশের সঙ্গে মনের সংযোগ স্থাপন।

 

Related posts

ডুবন্ত জাহাজ থেকে ১২ নাবিক উদ্ধার বিমানবাহিনীর

Irani Biswash

ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকসহ তিন নেতা গ্রেপ্তার

razzak

 দুর্নীতিমুক্ত পুলিশ বাহিনী গড়ে তুলতে বর্তমান সরকারে অনেক অবদান: আইজিপি

Irani Biswash

Leave a Comment

Translate »