আন্তর্জাতিক এই মাত্র ব্রেকিং

কানাডার উপকূলে হঠাৎ ৫৮ ফুট উচ্চতার ঢেউ

হঠাৎ ৫৮ ফুট উচ্চতার ঢেউ দেখা গেল কানাডার ভ্যানকুভার উপকূলে। সমুদ্রের এই ঢেউ প্রায় চারতলা ভবনের সমান উচ্চতার, যা আশপাশের ঢেউ থেকে তিনগুণ বেশি উচ্চতার। নতুন এই ঢেউ অতীতের রেকর্ডকে ভেঙেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

ঢেউ নিয়ে গবেষণা করা জোহানেস জেমরিচের দাবি, এমন উচ্চতার ঢেউগুলোর সরাসরি প্রত্যক্ষদর্শী পাওয়া গেছে খুব কমই, আর এই উচ্চতার তো নয়ই। প্রতি এক হাজার ৩০০ বছরে একবার এমন ঢেউ ওঠার সম্ভাবনা রয়েছে। গত বছরের নভেম্বরের ২০ তারিখে এ ঢেউ উঠলেও সেটি চলতি বছরের ২ ফেব্রুয়ারিতে বিজ্ঞানীরা প্রকাশ করেছেন।

তিনি বলেন, এখানে একটি ঢেউয়ের উচ্চতা কতটা সেটা যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ওই ঢেউয়ের আশপাশের ঢেউয়ের উচ্চতা কত। যেমন ১৯৯৫ সালে নরওয়ের উপকূলে ৮৪ ফুট উচ্চতার ঢেউ উঠেছিল তবে তার আশপাশে ৪০ ফুট উচ্চতার ঢেউও ছিল। অর্থাৎ সবচেয়ে উত্তাল ঢেউয়ের উচ্চতা ছিল আশপাশের ঢেউগুলোর ২ গুণ উচ্চতার।
বলা হয়েছে, এ ধরনের ঢেউয়ের বিষয়ে কোনো পূর্বাভাসও দেওয়া সম্ভব না। ফলে তা অনেক ক্ষেত্রে বিপদের কারণ হতে পারে। হঠাৎ উদয় হওয়া এমন বড় ঢেউকে অনেক সময় সুনামি ভেবে ভুল করা হয়। উৎপত্তিগতভাবে সুনামির ঢেউ ও এসব ঢেউ এক নয়। হঠাৎ হঠাৎ এমন ঢেউ কেন তৈরি হয় তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

Related posts

পর্নকাণ্ডে গ্রেফতার করা যাবে না পুনম পাণ্ডেকে, আদেশ আদালতের

razzak

জকোভিচের জন্য প্রতিবাদ মিছিল, পাশে দাঁড়ালো ফ্রান্স

razzak

জাতীয় শোক দিবস আজ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »