অর্থনীতি আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া জাতীয়

ইউক্রেন সঙ্কটের কারণে তেলের দাম সাত বছরে সর্বোচ্চ

ইউক্রেন সঙ্কটের কারণে গত কয়েকদিন ধরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে চলেছে। শুক্রবার তেলের দাম বৃদ্ধি পেয়ে গত সাত বছরের মধ্যে সব্বোর্চ উচ্চতায় পৌঁছেছে।

শুক্রবার অর্ধেক দিনের মধ্যে ৩ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৪ দশমিক ৪৪ ডলারে স্থির হয়েছে। যেখানে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ৩ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৩ দশমিক ১ ডলারে পৌঁছেছে। উভয় মানদণ্ড গত সোমবারের শিখর অতিক্রম করেছে এবং এখন টানা অষ্টম সপ্তাহ ধরে দাম বৃদ্ধির রেকর্ড করেছে। শুক্রবার লেনদেনের শেষ ঘণ্টায় ট্রেডিং ভলিউম বেড়েছে, গ্লোবাল বেঞ্চমার্ক ব্রেন্টের ভলিউম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে উঠেছে। সম্ভাব্য পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ব্যাঘাতের ফলে ইউক্রেনের সংঘাত তেল সরবরাহ এবং সরবরাহ চেইন উভয় ক্ষেত্রেই মারাত্মক ব্যাঘাত ঘটাতে পারে।

সাম্প্রতিক অগ্রগতিগুলো এই ত্রৈমাসিকে তেলের দাম ১০০ ডলারের মাইলফলক অতিক্রম করবে বলে অনুমান পুনর্নবীকরণ করবে। ওয়ান্ডা’র সিনিয়র বাজার বিশ্লেষক এডওয়ার্ড মোয়া বলেছেন, ‘ইউক্রেনে আক্রমণ করার জন্য রাশিয়ানরা এগিয়ে যাচ্ছে এমন প্রতিবেদনের পর অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সপ্তাহে কিছু গঠনমূলক মন্তব্য বিবেচনা করে এটি প্রত্যাশিত ছিল না। যদি এমন হয়, ব্রেন্ট ক্রুডের দাম সহজেই ১০০ ডলার ছাড়িয়ে যাবে।’ সূত্র : সিটিএএম।

Related posts

আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিল ইরান

Mims 24 : Powered by information

রেকর্ড নিলামমূল্যে বিক্রি হলো মাইকেল জর্ডানের ১৯৮৪ সালে পরা জুতো

razzak

বিশ্বে কমেছে খাদ্যপণ্যের দাম

razzak

Leave a Comment

Translate »