আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া জীবনধারা

এবার ভারতীয়দের ইউক্রেন ছাড়ার পরামর্শ

ইউক্রেন সীমান্তে রুশ সৈন্য মোতায়েনের প্রেক্ষিতে গভীর উত্তেজনার মধ্যে দেশটি থেকে ভারতীয়দের ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ইউক্রেনের রাজধানী কিয়েভ নগরীতে ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের বর্তমান অনিশ্চিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিক বিশেষ করে শিক্ষার্থীরা যাদের সেখানে থাকা অপরিহার্য নয়, তারা দেশটি সাময়িকভাবে ত্যাগ করার কথা বিবেচনা করতে পারে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ইউক্রেনে যাওয়া এবং দেশটির অভ্যন্তরে সব ধরণের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার জন্য ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

প্রয়োজন হলে দূতাবাস থেকে ভারতীয় নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করার সুবিধার্থে ইউক্রেনে ভারতীয় নাগরিকদের অবস্থান সম্পর্কে দূতাবাসকে অবহিত করতে পরামর্শ দেওয়া হয়েছে। দূতাবাস ইউক্রেনে ভারতীয় নাগরিকদের সব ধরণের সেবা প্রদান করতে স্বাভাবিকভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে প্রায় ১৮ হাজার শিক্ষার্থীসহ ইউক্রেনে বসবাস করছে প্রায় ২০ হাজার ভারতীয় নাগরিক। এর মধ্যে কিছু শিক্ষার্থী ভারতীয় টিভি নিউজ চ্যানেলের সঙ্গে সাম্প্রতিক কথোপকথনের সময় ইউক্রেনে বিরাজমান অনিশ্চয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের কয়েকটি দেশ, বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশ তাদের দেশের নাগরিককে ইউক্রেন থেকে ত্যাগের পরামর্শ দেয়।

Related posts

করোনায় প্রাণহানি ছাড়াল ৫৩ লাখ ৭৬ হাজার

razzak

শিশুর ওজন বাড়াতে যেসব খাবার খাওয়াবেন

razzak

ফের সিংহাসন হারালেন সাকিব

razzak

Leave a Comment

Translate »