আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া জীবনধারা

গ্রিসে ২৮৮ আরোহীর প্রমোদতরীতে আগুন

২৮৮ আরোহী নিয়ে গ্রিসের উদ্দেশে রওয়ানা করা ইতালির একটি প্রমোদতরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্রিসের কোস্টগার্ড-এর বরাত দিয়ে শুক্রবার সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক পতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ইউরোফেরি অলিম্পিয়া নামের প্রমোদতরীটি গ্রিসের ইগোমেনিত্সা শহর থেকে ইতালির দিকে যাচ্ছিল। ভূমধ্যসাগরের আয়োনিয়ান সাগর দিয়ে যাত্রা করছিল প্রমোদতরীটি।

গ্রিসের বন্দর পুলিশ জানিয়েছে, প্রমোদতরীটিতে ২৩৭ যাত্রী ছিলেন। আর ক্রুসংখ্যা ৫১।

পুলিশ জানিয়েছে, প্রমোদতরীতে অগ্নিকাণ্ডের পর যাত্রী ও ক্রুদের উদ্ধার করে নিকটবর্তী কর্ফু বন্দরে নেয়া হয়েছে। তাদের উদ্ধারকাজে অংশ নিয়েছে সব মিলিয়ে ছয়টি নৌকা। তবে প্রমোদতরীতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

Related posts

শুক্রবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

Irani Biswash

কাঁদলে বা ঘামলে বের হয় এসিড, অদ্ভুদ রোগের শিকার তরুণী

razzak

দাম কমেছে চিনি-মুরগির, বেড়েছে সবজির

razzak

Leave a Comment

Translate »