এই মাত্র এই মাত্র পাওয়া বিনোদন

ক্ষতবিক্ষত সালমান-ক্যাটরিনা, ঝরছে রক্ত

ক্ষতবিক্ষত ও রক্তমাখা অবস্থায় দেখা মিললো ক্যাটরিনা কাইফ আর সালমান খানকে। সেই ছবি দেখে ভয় পেয়েছে অনেক ভক্ত। মূল ঘটনা কি তাহলে?

দিল্লিতে ‘টাইগার ৩’র শুটিং করছেন ক্যাটরিনা কাইফ আর সালমান খান। ছবির সেট থেকে একটি ফটো ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবি আর ভিডিওতে দেখা যাচ্ছে, সালমান রেড শার্ট আর কার্গো প্যান্ট পরেছেন। আর ক্যাটরিনা ক্যাজুয়াল পোশাকের সঙ্গে পরে আছেন বুলেট প্রুফ জ্যাকেট। তাদের সারা শরীর ক্ষতবিক্ষত, রক্ত বের হচ্ছে। বোঝা যাচ্ছে, কোনো অ্যাকশন দৃশ্যের শুটিং শেষ করেছেন তারা।

‘টাইগার ৩’ ছবিটি ‘এক থা টাইগার’ আর ‘টাইগার জিন্দা হ্যায়’-র সিক্যুয়েল। প্রথম দুটি পার্টই হিট করেছে বক্স অফিসে। ছবিতে সালমানকে দেখা যায় ভারতীয় গুপ্তচর অবিনাশ সিং ‘টাইগার’ রাঠোর-এর ভূমিকায়, যে প্রেমে পড়ে পাকিস্তানের গুপ্তচর জোয়া হুমাইমির। আপাতত দিল্লি ও তার পার্শবর্তী কিছু অঞ্চলে চলছে শুটিং।

১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার মুম্বইয়ের কালিনা এয়ারপোর্ট থেকে ছবির টিমের সঙ্গে দিল্লি আসেন ক্যাটরিনা আর সালমান।এয়ারপোর্টে ঢোকার আগে আলোকচিত্রিদের দেখে হাত নাড়েন দুজনে।

প্রসঙ্গত, প্রথম সিনেমা ‘এক থা টাইগার’ মুক্তি পায় ২০১২ সালে। এরপর ২০১৭ সালে আসে ‘টাইগার জিন্দা হ্যায়’। ২০২২-এই ‘টাইগার ৩’-র মুক্তি পাওয়ার কথা।

Related posts

কানাডার ক্যালগেরিতে স্বাধীনতা দিবস এর ৫০ বছর পূর্তি ভিন্ন ভাবে উৎযাপন

Mims 24 : Powered by information

বিশ্ব করোনায় নতুন আক্রান্ত ১২ লাখ, মৃত্যু ৪ হাজার

razzak

নিউজিল্যান্ডের আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যালে ওটাগো বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীরা

Mims 24 : Powered by information

Leave a Comment

Translate »