ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন বৃদ্ধি করেই চলেছে রাশিয়া। প্রথমে ধারণা করা হচ্ছিল সেখানে এক লাখ সেনা মোতায়েন করেছে দেশটি। কিন্তু সেটি বাড়তে বাড়তে এখন ২ লাখের কাছাকাছি গিয়ে পৌঁছেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। শুক্রবার অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কো-অপারেশনে নিযুক্ত মার্কিন দূত এ জানান, ইউক্রেন সীমান্তে এখন ১ লাখ ৯০ হাজার রুশ সেনা মোতায়েন রয়েছে। তিনি বলেন, আমরা হিসেব করে দেখেছি ইউক্রেনকে হুমকি দিতে সীমান্তে ১ লাখ ৬৯ হাজার থেকে ১ লাখ ৯০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। গত ৩০শে জানুয়ারি সেনা সংখ্যা ছিল এক লাখ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এত বড় সেনা মোতায়েনের ঘটনা নেই আর। এদিকে ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহীরাও দ্রুত পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা করছে।
ইউক্রেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি এলাকায় তারা সাধারণ মানুষদের নিরাপদে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে।
previous post