এই মাত্র এই মাত্র পাওয়া কোভিড ১৯ স্বাস্থ্য

করোনায় আরো ৬১৬৩ জনের মৃত্যুর দিনে আক্রন্ত ১২ লাখের বেশী

চলমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরো ৬ হাজার ১৬৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় এক হাজার বেড়েছে। এতে বিশ্বে মৃতের সংখ্যা ৫৯ লাখ ৮ হাজার ৯২৩ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৪৭ হাজার ৭৮৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ৩২ হাজার কমেছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৪২ কোটি ৬২ লাখ ৩৮ হাজার ৬২৬ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি ঘটেছে রাশিয়ায়। এ সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৫ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫২ হাজার ৩৩৭ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫৫ লাখ ২২ হাজার ৭৫৬ জন এবং ৩ লাখ ৪৬ হাজার ২৩৫ জনের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ২৮৪ জন এবং মারা গেছেন ২৮৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ১ লাখ ৪৩ হাজার ৭৪২ জন আক্রান্ত হয়েছেন এবং ৯ লাখ ৬০ হাজার ১৩৮ জন মারা গেছেন।

আর লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩৩ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৪২ হাজার ৩৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮২ লাখ ৫০ হাজার ৫৯১ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৬৯৫ জনের।

করোনায় আক্রান্ত হয়ে প্রতিবেশী দেশ ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৩০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৫৪২ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৬৬ জন এবং মারা গেছেন ৫ লাখ ১২ হাজার ২৭১ জন।

এছাড়া যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৪০৯ জন এবং মারা গেছেন ১৫ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ ৫৪ হাজার ৫৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬০ হাজার ৬১০ জন মারা গেছেন।

এছাড়া গত একদিনে ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ১৯৫ জন এবং মারা গেছেন ২৮৩ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৩ লাখ ৪ হাজার ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩২ হাজার ৬৬২ জন মারা গেছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কলম্বিয়ায় ৯৯ জন, পোল্যান্ডে ১৬ জন, আর্জেন্টিনায় ১৭৩ জন, গ্রিসে ৯০ জন, ইরানে ২৩৬ জন, জাপানে ১৮৫ জন, রোমানিয়ায় ৮৫ জন, চিলিতে ১৪৪ জন, দক্ষিণ আফ্রিকায় ১৩৭ জন, ইন্দোনেশিয়ায় ১৭৬ জন এবং ফিলিপাইনে ৭৯ জন মারা গেছেন।

Related posts

৬০ ঊর্ধ্ব সবাইকে বুস্টার ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

razzak

অবৈধ ব্যান্ডরোলসহ বিপুল পরিমাণ সিগারেট জব্দ

Irani Biswash

করোনায় বিশ্বে সংক্রমণ-মৃত্যু কমেছে

razzak

Leave a Comment

Translate »