উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে গতরাতে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। স্টামফোর্ড ব্রীজে অনুষ্ঠিত এই ম্যাচে লিলকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে তারা।
নিজেদের মাটিতে অনুষ্ঠিত ম্যাচের মাত্র ৮ম মিনিটেই হাভার্টজের গোলে এগিয়ে যায় চেলসি। ৬৩ মিনিটে ক্রিশ্চিয়ান পিউলিসিক গোল করে ব্যবধান বাড়ান। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।
এদিকে আরেক ম্যাচে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস হোঁচট খেয়েছে ভিলারিয়ালের বিপক্ষে। ম্যাচে ১-১ গোলে ড্র করেছে তারা।
ভিলারিয়ালের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচের প্রথম মিনিটেই ভ্লাহোবিক গোল করে এগিয়ে দেন জুভেন্টাসকে। তবে ৬৬ মিনিটে দানি পেরেজো গোল করে সমতায় ফেরান ভিলারিয়ালকে।