সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। দুবাই ড্রাগন মার্টে কর্মরত মালিক এবং কর্মচারীদের মধ্যে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দূরত্ব ৩ হাজার৭০০ কিলোমিটারেরও কিছু বেশি। তবে যারা হৃদয়ে লাল সবুজের মাহাত্ম্য ধারণ করেন, তারা যত দূরের দেশেই থাকুক না কেন, মাতৃভূমিকে শ্রদ্ধা জানাতে ভুলেন না। দেশকে প্রতিনিধিত্ব করেন নানা উৎসাহ উদ্দীপনায়।
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণীয় করে রাখতে দুবাইয়ে তেমনি অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা নানা কর্মসূচির পাশাপাশি ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেন। শারজায় আল মাদাম স্টেডিয়ামে গেল সোমবার (২২ ফেব্রুয়ারি) রাতে দুবাই ড্রাগন মাঠের ব্যবসায়ী ও কর্মচারীরা মিলে একটি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট এ মেতে ওঠেন। এতে লাল ও সবুজ দুটি দলে বিভক্ত হয়ে খেলায় অংশ নেন তারা।
অংশগ্রহণকারী এক প্রবাসী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘প্রীতি ম্যাচটি আয়োজনের মূল উদ্দেশ্য প্রবাসী সব বাঙালিরা এক হওয়া। একসঙ্গে মাতৃভাষা দিবস পালন করা।’
ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসকে স্মৃতিবিজড়িত করতে আয়োজিত ক্রিকেট ম্যাচটি স্থানীয় প্রবাসীদের মুগ্ধ করেছে। ম্যাচের শুরুতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লাল স্পোর্টিং ক্লাব। প্রথমার্ধে খেলা শেষে ২০ ওভারে লাল স্পোর্টিং ক্লাবের সংগ্রহ দাঁড়ায় ২০৩ রান। পরে সবুজ স্পোর্টিং ক্লাব ১ উইকেটে জয়লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।