এই মাত্র এই মাত্র পাওয়া জীবনধারা প্রবাস কথা

দক্ষিণ আফ্রিকায় প্রাইভেটকার চাপায় বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় প্রাইভেটকার চাপায় আওয়াল ফকির (৪৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের সাইটুটা গ্রামের মর্ছব আলীর ছেলে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্ট লন্ডন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আওয়াল ফকিরের ভাতিজা করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন ফকির মিলন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আওয়াল ফকির ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় মুদি ব্যবসা করে আসছিলেন। গত আড়াই বছর আগে দেশে এসে ৬ মাস থেকে আবার দক্ষিণ আফ্রিকায় চলে যান তিনি। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের ইস্ট লন্ডন এলাকায় রাস্তা পারাপারের সময় একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আওয়াল ফকিরের মরদেহ দেশে আনতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তিনি।

Related posts

নতুন চাপে কোটি মানুষ

razzak

ভয়াবহ বন্যায় ইউরোপে মৃত্যুর সংখ্যা ১৮৪

Irani Biswash

অ্যাপলকে পেছনে ফেলে শীর্ষে সৌদির আরামকো, লাভ ছাড়ালো ৮০ শতাংশ

razzak

Leave a Comment

Translate »