এই মাত্র এই মাত্র পাওয়া খেলাধুলা

বিশ্বকাপের পর ব্রাজিলের দায়িত্ব ছাড়বেন টিটে

২০১৮ বিশ্বকাপের পূর্বে ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ব্রাজিলের অবস্থা ছিল খুবই খারাপ। ম্যাচের পর ম্যাচ চলে যাচ্ছিলো, কিন্তু কাঙ্খিত সফলতা আসছিল না। তাই সেই সময় ব্রাজিলকে দুঃসময় থেকে আলোতে ফেরানোর দায়িত্বটা দেওয়া হয়েছিল টিটেকে।

টিটে তখন ব্রাজিলে ব্যাপক জনপ্রিয়। তার হাতে ব্রাজিলের দাযিত্ব আসায় যেন হাফ ছেড়ে বেঁচেছিল ব্রাজিলের ভক্তরা। সেই টিটের হাত ধরেই ব্রাজিল আবার ঘুড়ে দাঁড়ায় এবং নিজেদের রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবেই গড়ে তুলেছিল।

কিন্তু দুর্ভাগ্য তার, সেই ব্রাজিল বিদায় নেয় কোয়ার্টার ফাইনাল থেকেই। কিন্তু টুর্নামেন্টে ভালো খেলার জন্য টিকে যায় টিটের চাকরি। ব্রাজিলের ইতিহাসে যা খুবই বিরল ঘটনা।

২০১৮ সালের পর আরও একটি বিশ্বকাপ এখন সামনে। চলতি বছরই কাতারে হবে এই বিশ্বকাপ। আর এই বিশ্বকাপের পরপরই ব্রাজিলের কোচের পদ থেকে সরে যাওয়ার কথা জানিয়েছেন এই বর্ষিয়ান কোচ।

টিটের অধিনে ব্রাজিল এবারের বাছাই পর্বে সবার আগে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। আর বিশ্বকাপের পরপরই ব্রাজিলের কোচের পদ থেকে সরে যাবেন টিটে।

টিটের অধিনে এখনও পর্যন্ত ব্রাজিলের সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকা জয়। ২০২১ সালেও এই প্রতিযোগিতা জয়ের খুব কাছাকাছি গিয়েছিল ব্রাজিল। কিন্তু ফাইনালে আর্জেন্টিনার কাছে হারতে হয়েছিল তাদের।

এখন সামনে রয়েছে একটি টুর্নামেন্ট এবং সেটা বিশ্বকাপ যা বহু ব্রাজিলিয়ানদের স্বপ্ন। টিটে নিশ্চিত ভাবেই যাওয়ার আগে চাইবেন দলকে সর্বোচ্চ মর্যাদার এই শিরোপা উপহার দিতে।

Related posts

আমেরিকায় সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, আট শিশুসহ নিহত ১৩

razzak

রাশিয়াকে ঠেকাতে ইউক্রেনকে এবার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

razzak

ওমানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

razzak

Leave a Comment

Translate »