আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া জীবনধারা

ইউক্রেনে বাংলাদেশি জাহাজে রকেট হামলা, নিহত ১

ইউক্রেনে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’র ওপর রকেট হামলায় থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটে দেশটির অলভিয়া বন্দরে আটকে থাকা জাহাজটিতে এ হামলা চালানো হয়।

হামলার পরই নাবিকরা আগুন নেভানোর চেষ্টা করছেন বলে জানা গেছে। নিহত হাদিসুর রহমানের বাড়ি বরগুনার বেতাগী ‍উপজেলায়।

এর আগে, ইউক্রেনের জলসীমায় আটকে পড়েছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এর এ জাহাজটি। এতে ২৯ জন নাবিক রয়েছেন বলে বিএসসি সূত্রে জানা গেছে।

বিএসসি সূত্রে জানা যায়, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য জাহাজটি তুরস্ক থেকে ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়।

তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পরই পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এ জাহাজ।

বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে রাশিয়ার হামলার পর দেশটির বন্দরগুলোতে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশি জাহাজটির মতো আরো কয়েকটি জাহাজ সেখানে আটকা পড়েছে।

রোববারও জাহাজটি ওই বন্দরের সামনে নদীতে নোঙর করে রাখা ছিল। জাহাজটি অলভিয়া বন্দর থেকে পণ্য বোঝাই করে ইতালির রেভেনা বন্দরে যাওয়ার কথা ছিল।

এরপর জাহাজের একাধিক নাবিক নিজেদের ফেসবুক পেজে পরিস্থিতি জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা উদ্ধারের আকুতি জানিয়ে সহায়তা চেয়েছিলেন। এরই মধ্যে এ হামলার ঘটনা ঘটল।

Related posts

করোনায় প্রাণহানি ছাড়াল ৫৩ লাখ ৭৬ হাজার

razzak

সংকীর্ণ-মানসিকতার রাজনীতি করছেন ইলহান ওমর: ভারত

razzak

করোনার ছায়া পেরিয়ে উন্নয়নে ফেরার বাজেট পেশ আজ

razzak

Leave a Comment

Translate »