ইউক্রেনে রুশ আক্রমণের অষ্টম দিন শুরু। গত ২৪ ফেব্রুয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালানোর নির্দেশ দেন। এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। ধ্বংস করে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। হামলা থেকে বাঁচতে ইউক্রেন থেকে পালাচ্ছে লাখো মানুষ। দুদেশে মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
বিবিসির তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ৮টা পর্যন্ত ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সর্বশেষ তথ্যাগুলো জেনে নেওয়া যাক-
* রাত থেকে রাজধানী কিয়েভে রাশিয়ান সৈন্যদের হামলা বেড়েছে। গত এক ঘণ্টায় ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ফুটেজে দেখা যাচ্ছে, রাতের আকাশে একটি বিশাল আগুনের গোলা দেখা গেছে।
* হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত রাশিয়ার কথিত যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে।
* জাতিসংঘ বলছে, ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীর সংখ্যা এখন ১০ লাখে পৌঁছেছে।
* ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একটি ভিডিও বার্তায়, নাগরিকদের রাশিয়ান দখলদারিত্ব প্রতিহত করার জন্য যথাসাধ্য চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।
* মার্কিন কর্মকর্তারা বলছেন, ৪০ মাইল (৬০ কিলোমিটার) একটি রাশিয়ান সাঁজোয়া যান কিয়েভ যাওয়ার পথে ‘আটকে’ পড়েছে।
* প্রত্যক্ষদর্শীরা বলছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার আর্টিলারি বোমা হামলা বেড়েছে এবং প্রচণ্ড লড়াই চলছে।
* রাশিয়ার সেনারা কৌশলগত বন্দর শহর মারিউপোল ও খারসন শহর ঘিরে রেখেছে। খারসনের মেয়র বলেছেন, রাশিয়ান সৈন্যরা শহরে প্রবেশ করেছে।
* ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, উত্তরাঞ্চলীয় শহর চেরনিহিভে একটি হাসপাতালে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাত হানা হয়েছে।
* ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে, রাশিয়ার গোলা বর্ষণ অব্যাহত রয়েছে। জানা গেছে, কয়েক ডজন বেসামরিক লোক নিহত ও আহত হয়েছে।