রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে পুরো দেশব্যাপী বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ ৪,৩০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
রবিরার (৬ মার্চ ) একটি স্বাধীন প্রতিবাদ পর্যবেক্ষণ গ্রুপের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এদিকে, রাশিয়ার ইয়েকাতেরিনবার্গের ইউরাল শহরে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এমনকি সেখানে এক বিক্ষোভকারীকে পুলিশ মাটিতে শুইয়ে মারতেও দেখা গেছে। শহরের একটি ম্যুরালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেহারা বিকৃত করা হয়েছে।
বিক্ষোভকারী ও ব্লগারদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যায়, হাজার হাজার বিক্ষোভকারী পুতিনের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে – ‘যুদ্ধ নয়!’, ‘লজ্জা করে না আপনার’। যদিও সোশ্যাল মিডিয়ায় ফুটেজ এবং ছবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, পুলিশ প্রায় ৩,৫০০ জনকে আটক করেছে, যার মধ্যে মস্কোতে ১,৭০০ জন, সেন্ট পিটার্সবার্গে ৭৫০ জন এবং অন্যান্য শহরে ১,০৬১ জন রয়েছে। মোট ৫,২০০ বিক্ষোভকারী বিক্ষোভে অংশ নেয় বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ওভিডি-ইনফো প্রটেস্ট মনিটরিং গ্রুপের মতে, ৫৬টি বিভিন্ন শহরে অন্তত ৪,৩৬৬ জনকে আটক করার খবর পাওয়া গেছে যা ইতিমধ্যেই নথিভুক্ত অরা হয়েছে।
ওভিডি-ইনফো জানিয়েছে, ২৪ ফেব্রুয়ারী ইউক্রেনে আক্রমণ শুরু হওয়ার পর থেকে রবিবারের গ্রেপ্তারের ফলে যুদ্ধবিরোধী বিক্ষোভে মোট বন্দীসংখ্যা ১০,০০০ এর বেশি ছাড়িয়ে গেছে।
সূত্রঃ আল জাজিরা