করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সরাসরি বৈঠক করেছেন ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। গত সোমবার (৭ মার্চ) উইন্ডসর প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বিবিসির এক খবরে বলা হয়েছে, রানি নীল ও হলুদ ফুলের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন। এটি ইউক্রেনের জাতীয় রং। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলোচনার জন্য কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ব্রিটেন সফর করছিলেন।
রানি এলিজাবেথ যিনি কানাডারও রানি, গত ২০ ফেব্রুয়ারি তার করোনা সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকে তিনি রাজপরিবারের হালকা দায়িত্ব পালন করে আসছিলেন। এই সময়ে তিনি বেশ কিছু কর্মসূচি বাতিল করেন।
সোমবার মুখোমুখি বৈঠকের আগে গত ১ মার্চ ভাচুর্য়াল অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রানি। ট্রুডোর সঙ্গে বৈঠকের সময় রানিকে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায়নি। ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে রানির সঙ্গে সাক্ষাতের বিষয়ে ট্রুডো বলেন, কানাডা সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। গত মাসে ব্রিটিশ রানি হিসেবে ৭০ বছর পার করেছেন এলিজাবেথ।