এই মাত্র জাতীয় ব্রেকিং

ইউক্রেন থেকে ৯ বাংলাদেশি উদ্ধার, মোদিকে শেখ হাসিনার ধন্যবাদ

যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশি ৯ নাগরিককে উদ্ধার করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বার্তাসংস্থা এএনআইয়ের এক টুইট বার্তায় মোদিকে শেখ হাসিনার ধন্যবাদ জানানোর এই খবর দেওয়া হয়েছে।

টুইটে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। অপারেশন গঙ্গার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ৯ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করায় তাকে ধন্যবাদ জানান হাসিনা।

রাশিয়ার আগ্রাসনে ইউক্রেনের বিধ্বস্ত বিভিন্ন শহর থেকে গত কয়েক দিনে কয়েক হাজার ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। এ সময় নেপাল, পাকিস্তান, তিউনিশিয়া এবং দক্ষিণ এশিয়ার প্রতিবেশী অন্যান্য দেশের নাগরিকদেরও উদ্ধার করে ভারত।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলো চাইলে তাদের নাগরিকদের ইউক্রেন থেকে উদ্ধারে নয়াদিল্লি সহায়তা করবে বলে প্রস্তাব দেন। তার এই প্রস্তাবের পর পাকিস্তানের কয়েকজন নাগরিককে উদ্ধার করা হয়। পরে ইসলামাবাদও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

Related posts

নিওকোভে প্রতি ৩ জনে একজনের মৃত্যুর আশঙ্কা

razzak

ঢাকা দক্ষিণ সিটির ৯ চালক বরখাস্ত

razzak

আরো ৩৬ ঘণ্টার কারফিউ শ্রীলংকায়

razzak

Leave a Comment

Translate »