রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেন থেকে অনেক প্রবাসী ফিরে যাচ্ছেন নিজ দেশে। দেশটিতে আটকা পড়েছেন হাজারো ভারতীয় শিক্ষার্থী। এই শিক্ষার্থীদের অধিকাংশই ইউক্রেন থেকে ভারতে ফিরতে চাইছেন। কিন্তু উল্টো ঘটনা ঘটেছে সাইনিকেশ রবিচন্দ্রের ক্ষেত্রে। ২১ বছর বয়সী এই তরুণ যোগ দিয়েছেন ইউক্রেনের আধা সামরিক বাহিনীতে।
খারকিভের মহাকাশ প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করতো সাইনিকেশ। তার বাড়ি ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্যে তামিলনাড়ুতে। যখন যুদ্ধ ছড়িয়ে পড়ে তখন পরিবারের সদস্যরা তাকে ফিরে আসতে বলে। তবে সে পরিবারের আহ্বান প্রত্যাখ্যান করে ইউক্রেনীয় আধাসামরিক বাহিনীতে যোগ দেয়।
সানিকেশের বাবা-মা ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের কাছ থেকে খবরটি শুনেছেন। এ বিষয়ে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। তাদের একজন আত্মীয় বলেন, সানিকেশ সবসময় একজন সৈনিক হতে চেয়েছিলেন। কিন্তু সে সেনাবাহিনীর মাপে না খাটায় সেটা সম্ভব হয়নি। ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তারা তার সঙ্গে এখনো যোগাযোগ করতে পারেনি বলেও জানা গেছে।
এর আগে ইউক্রেনে বোমা হামলায় এক ভারতীয় শিক্ষার্থী নিহত হন। সেসময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটারে জানান, গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি যে খারকিভে গোলাগুলিতে একজন ভারতীয় শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন।
গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। টানা কয়েকদিন ধরেই দুপক্ষের মধ্যে লড়াই চলছে। এরই মধ্যে রাশিয়া ইউক্রেনের বেশ কিছু শহর দখলে নিয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে