আন্তর্জাতিক এই মাত্র কোভিড ১৯ ব্রেকিং

করোনায় আক্রান্ত বিল গেটস

কম্পিউটার সফটওয়্যার প্রস্তুতকারী জায়ান্ট মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস করোনায় আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ সংবাদ নিজেই জানিয়েছেন তিনি।

বুধবার এক টুইটবার্তায় তিনি বলেন, ‘আমি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছি এবং মৃদু উপসর্গে ভুগছি। ডাক্তাররা আমাকে আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন। সুস্থ হয়ে ওঠার আগ পর্যন্ত এই পরামর্শ আমি মেনে চলব।’

— Bill Gates (@BillGates)
May 10, 2022
পৃথক আরেক টুইটবার্তায় বিল গেটস জানান, করোনা টিকার দুই ডোজ এবং সেই সঙ্গে তৃতীয় বা বুস্টার ডোজ সর্ম্পূর্ণ করেছেন তিনি। এ সম্পর্কে বিল বলেন, ‘আমি সৌভাগ্যবান যে, বুস্টারসহ (করোনা) টিকার তিন ডোজই গ্রহণ করেছি এবং যথাযথ চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ আমার আছে।’

আরও জানান, তিনি ও তার সাবেক স্ত্রী মেলিন্ডার গঠিত সেবামূলক সংস্থা গেটস ফাউন্ডেশনের সদস্যরা মহামরির দুিই বছর পর বুধবার প্রথমবার বৈঠকে বসবেন এবং সেই বৈঠকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তিনি।

‘দুই বছর পর প্রথমবারের মতো গেটস ফাউন্ডেশনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। আশা করছি, ভার্চুয়ালি ফাউন্ডেশনের সব সদস্যকে দেখতে পাব। ফাউন্ডেশনটি সচল রাখতে তারা প্রতিনিয়ত যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, সেজন্য তাদের ধন্যবাদ জানাতে চাই।’

২০২০ সালে করোনা মহামারির শুরু থেকেই এ বিষয়ে তৎপরতা চালাচ্ছেন বিল গেটস। ও তার সংস্থা গেটস ফাউন্ডেশন। বিশ্বজুড়ে সামাজিক দূরত্ববিধি, মাস্ক ও করোনাটিকা বাধ্যতামূলক করতে ব্যাপক প্রচারাভিযান চালিয়েছে গেটস ফাউন্ডেশন।

ডাক্তার না হলেও মহামারির বিষয়ে বিল গেটসের মতামতকে বরাবরই আলাদাভাবে গুরুত্ব দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তার অন্যতম কারণ, ডব্লিউএইচওর একটি বড় দাতাগোষ্ঠী গেটস ফাউন্ডেশন। এছাড়া, করোনা টিকা প্রস্তুতের ক্ষেত্রেও কয়েক শ’কোটি ডলার বিনিয়োগ করেছে এই সংস্থা।

Related posts

যুক্তরাজ্যের সেরা সুন্দরীকে মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকতে দেওয়া হলো না!

razzak

মঙ্কিপক্স নিয়ে নতুন শঙ্কার কথা জানাল ডব্লিউএইচও

razzak

কৃষির উন্নয়ন হলেই দেশের সার্বিক উন্নয়ন গতিশীল হবে: ড. আব্দুর রাজ্জাক

শাহাদাৎ আশরাফ

Leave a Comment

Translate »