আন্তর্জাতিক এই মাত্র এই মাত্র পাওয়া জীবনধারা

ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

ইরানে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মে) তেহরানের দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে এফ-৭ মডেলের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

এক প্রতিবেদনে জানানো হয়েছে, সকালে আনারাক জেলায় এক দুর্ঘটনায় যুদ্ধবিমানের দুই পাইলট নিহত হয়েছেন।

প্রদেশের ডেপুটি গভর্নর মোহাম্মদ রেজা জেনেসারির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, যুদ্ধবিমানটি প্রশিক্ষণে অংশ নেয়ার সময় বিধ্বস্ত হয়।

তিনি জানিয়েছেন, কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। গত কয়েক বছর ধরে ইরানে এ ধরনের বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে।

এর আগে গত ফেব্রুয়ারিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের একটি আবাসিক এলাকায় এফ-৫ মডেলের একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে তিনজন নিহত হয়। এর মধ্যে দু’জনই ওই বিমানের ক্র ছিলেন।

ইরানের বেশিরভাগ বিমানই রাশিয়ার মিগ এবং সুখোই যুদ্ধবিমান। এগুলো সোভিয়েত আমলের। এছাড়া এফ-৭ মডেলের কিছু চীনা যুদ্ধবিমানও রয়েছে তাদের।

Related posts

নৌকার কেন বিপর্যয় ইউপি ভোটে?

razzak

মায়ানমারে গণতন্ত্র ফেরানোর পক্ষে ভারত : নিরাপত্তা বাহিনীর সহিংসতার নিন্দা

শাহাদাৎ আশরাফ

আজ মহান মে দিবস

Irani Biswash

Leave a Comment

Translate »