আন্তর্জাতিক এই মাত্র কোলকাতা চ্যাপ্টার ব্রেকিং

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সবার নজর নন্দীগ্রামে

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে প্রথম ধাপের ভোটের পর সবার নজর এবার নন্দীগ্রামে। পহেলা এপ্রিল দ্বিতীয় ধাপে নন্দীগ্রাম আসনে ভোট গ্রহণ হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন তারই এক সময়ের শিষ্য শুভেন্দু অধিকারী।

এখন চলছে দুই প্রার্থীর কথার লড়াই। বিজেপির হয়ে শুভেন্দুর পক্ষে নন্দীগ্রাম নিয়ে সরব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জেপি নাড্ডাসহ দলটির শীর্ষ নেতারা। তবে আত্মবিশ্বাসী মমতা বলছেন, তাদের বিরুদ্ধে আমি একাই ১০১।

রোববার চলচ্চিত্র অভিনেতা সোহমের পক্ষে চণ্ডীপুরে নির্বাচনী জনসভা করেন মমতা। এই আসনে মমতার প্রার্থী সোহম। চণ্ডীগ্রামের জনসভা শেষ করে মমতা সরাসরি নন্দীগ্রামে যান। সেখানে বাড়ি ভাড়া নিয়ে অবস্থান নিয়েছেন।

পশ্চিমবঙ্গ বিধানসভায় এবার আট ধাপে ভোট গ্রহণ হচ্ছে। প্রথম দফায় মানুষ স্বতঃস্ম্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের মতে, ভোট পড়েছে প্রায় ৮০ শতাংশ। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অবশ্য এবার শুরু থেকেই মমতা নারী ভোটারদের টার্গেট করে প্রচার চালাচ্ছেন।

Related posts

করোনা মোকাবিলায় বাংলাদেশের বাজিমাত: বিশ্বে পঞ্চম, দক্ষিণ এশিয়ায় শীর্ষে

razzak

২০২১ সালে দেশে বিশ্ববিদ্যালয়ের ৬৫ ছাত্র ও ৩৬ ছাত্রীর আত্মহত্যা

razzak

বিএনপির নির্বাহী কমিটির সভা শুরু মঙ্গলবার, চলবে ৩ দিন

razzak

Leave a Comment

Translate »